প্রীতি ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন
- আপডেট সময় ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 32
তরুণ গোলরক্ষকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে সাময়িকভাবে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ঘোষিত দলে নেই এই বিশ্বকাপজয়ী গোলরক্ষকসহ আরও কয়েকজন পরিচিত মুখ। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন দলে। একই সঙ্গে তিনজন নতুন খেলোয়াড় পেয়েছেন তাদের প্রথম জাতীয় দলে ডাক।
আর্জেন্টিনা আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এর আগে দলটি স্পেনে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প করবে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য দেশের ঘরোয়া ক্লাবগুলোর খেলোয়াড়দের না ডাকার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ঘরোয়া ক্লাবগুলোর ব্যস্ত সূচির কারণে তাদের খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।
এ সিদ্ধান্তে কোচ লিওনেল স্কালোনিও একমত ছিলেন। ফলে গত ম্যাচ উইন্ডোতে খেলা লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো (রিভার প্লেট) ও মার্কোস আকুনা এবার দলে জায়গা পাননি। অন্যদিকে, নতুন মুখ হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ম্যাক্সিমো পেরোনে। এছাড়া কিছুদিন পর ফের দলে ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো।
২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গে খেলছেন। চলতি মৌসুমে লিগ ওয়ানের ১১ ম্যাচে ৯ গোল করেছেন তিনি, পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগেও অভিষেক ম্যাচে গোল পেয়েছেন। ১৯ বছর বয়সী প্রেস্টিয়ান্নি সম্প্রতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন। বর্তমানে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকায় হোসে মরিনিয়োর অধীনে খেলছেন এবং ১৭ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।
২২ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে মাঠে নামছেন। গোলের সুযোগ তৈরি ও রক্ষণ সামলানোর দক্ষতা বিবেচনায় তাকে দলে রেখেছেন স্কালোনি। একই সঙ্গে ভ্যালেন্টিন বার্কোও ফিরে এসেছেন—যিনি মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেকের পর আর দলে ছিলেন না। ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের হয়ে তিনি এ মৌসুমে এক গোল ও চার অ্যাসিস্ট করেছেন।
তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞদের উপস্থিতিতেও ভরপুর আর্জেন্টিনার নতুন স্কোয়াড। অধিনায়ক লিওনেল মেসি ছাড়াও রয়েছেন রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসো। আগের উইন্ডোতে কার্ডের কারণে বাইরে থাকা এনজো ফার্নান্দেজও ফিরেছেন দলে।






















