এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু
- আপডেট সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 40
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের এমন জয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল রিয়ালের কট্টর সমর্থক ইগল ব্রডকিনের। কিন্তু খেলা চলাকালীন ঘটে যায় মর্মান্তিক ঘটনা—স্ট্যান্ডেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
খেলার ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ঠিক সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন ইসরায়েলি সমর্থক ব্রডকিন। দ্রুত লা পাজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
অল ফুটবল ও ডেইলি স্পোর্টসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ব্রডকিনের ছেলে বলেন, “রিয়াল মাদ্রিদ ছিল আমার বাবার জীবনের ভালোবাসা। তিনিই আমাদের পরিবারের সবাইকে এই ক্লাবের সমর্থক বানিয়েছেন। আমরা সবসময় একসঙ্গে খেলা দেখতাম।”
ব্রডকিনের স্মরণে আগামী ৫ নভেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে রিয়াল মাদ্রিদ সমর্থকরা।















