শিরোনাম :
নতুন বছরের প্রথম গোল মেসির, টাইব্রেকারে মায়ামির জয়
রোববার (১৯ জানুয়ারি) সকালে অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার মুখোমুখি হয় ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মেসি-সুয়ারেজরা। নতুন বছরে প্রথম ম্যাচেই জয় দিয়ে শঙ্কা দূর করল মায়ামি।
ম্যাচের শুরুতেই হেনরি মার্টিনের গোলে এগিয়ে যায় ক্লাব আমেরিকা। তবে তিন মিনিট পর সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে রেয়েসের গোলে আবারও এগিয়ে যায় মেক্সিকান দলটি। অতিরিক্ত সময়ে টমাস আভিলেসের শটে সমতায় ফেরে মায়ামি।
টাইব্রেকারে প্রথম তিনটি শট মিস করে ক্লাব আমেরিকা। এদিকে মায়ামির সুনিপুণ শটে জয়ের হাসি ফুটে ওঠে। তবে ম্যাচজয়ী পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় ছিল মেসির উদযাপন, যা সমর্থকদের মনে নতুন উদ্দীপনা জাগিয়েছে।