টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোহাম্মদ আমির

- আপডেট সময় ১২:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 1
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের অনন্য কীর্তি গড়লেন মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এই অর্জন পূর্ণ করেন বাঁহাতি এই পেসার।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে বল হাতে নামেন আমির। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি ৪ ওভার বোলিং করে নেন ১টি উইকেট। সেই একটিই তার ক্যারিয়ারের ৪০০তম উইকেট। শিকার হন অ্যান্টিগার ব্যাটার ফ্যাবিয়ান অ্যালেন।
এটি ছিল আমিরের ৩৪৩তম টি-টোয়েন্টি ম্যাচ। এ অর্জনের পর টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি এখন নবম স্থানে।
পাকিস্তানের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৪১৩ উইকেট, সঙ্গে তিনটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।
তবে আমিরের মাইলফলক ছোঁয়ার দিনে জয় পায়নি তার দল ত্রিনবাগো। স্বদেশি ইমাদ ওয়াসিমের নেতৃত্বে অ্যান্টিগা ম্যাচ জিতেছে ৮ রানে।