ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি দমনে বিসিবির নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি রোধে দীর্ঘদিন ধরেই কাজ করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু)। তবুও ফিক্সিং ও নানা অনৈতিক কর্মকাণ্ড ঠেকানো কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে ঘরোয়া আসরগুলোতে। এ পরিস্থিতিতে ইউনিটকে আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে এবার আকুর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত বোর্ড মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

অভিজ্ঞ এই ব্রিটিশ কর্মকর্তা মূলত বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে নতুনভাবে সাজাতে সহায়তা করবেন। সোমবার বাংলাদেশে এসে তিনি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা ওয়ার্কশপ করার পরিকল্পনা করেছেন। পাশাপাশি, অতীতে আকু কীভাবে কাজ করেছে এবং কোথায় ঘাটতি ছিল তা বিশ্লেষণ করবেন তিনি।

বিসিবি পরিচালক মিঠু বলেন, “আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও কার্যকর করতে আমরা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টগুলোয় দুর্নীতি রোধে আরও শক্তিশালী কাঠামো দরকার। সেই লক্ষ্যেই আমরা তাকে পরামর্শক হিসেবে যুক্ত করেছি।”

উল্লেখ্য, অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটে যোগ দেন এবং জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছিল। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি দমনে বিসিবির নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল

আপডেট সময় ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

 

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি রোধে দীর্ঘদিন ধরেই কাজ করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু)। তবুও ফিক্সিং ও নানা অনৈতিক কর্মকাণ্ড ঠেকানো কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে ঘরোয়া আসরগুলোতে। এ পরিস্থিতিতে ইউনিটকে আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে এবার আকুর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত বোর্ড মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

অভিজ্ঞ এই ব্রিটিশ কর্মকর্তা মূলত বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে নতুনভাবে সাজাতে সহায়তা করবেন। সোমবার বাংলাদেশে এসে তিনি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা ওয়ার্কশপ করার পরিকল্পনা করেছেন। পাশাপাশি, অতীতে আকু কীভাবে কাজ করেছে এবং কোথায় ঘাটতি ছিল তা বিশ্লেষণ করবেন তিনি।

বিসিবি পরিচালক মিঠু বলেন, “আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও কার্যকর করতে আমরা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টগুলোয় দুর্নীতি রোধে আরও শক্তিশালী কাঠামো দরকার। সেই লক্ষ্যেই আমরা তাকে পরামর্শক হিসেবে যুক্ত করেছি।”

উল্লেখ্য, অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটে যোগ দেন এবং জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছিল। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি।