ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

 

ভারতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আবেদনকারীদের তালিকায় একাধিক পরিচিত নাম থাকলেও সবচেয়ে আলোড়ন তুলেছে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজের নাম।

‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়, কোচ হওয়ার জন্য জমা পড়া আবেদনপত্রের মধ্যে ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের প্রাক্তন ফুটবলার হ্যারি কিউয়েল, দেশের কোচ খালিদ জামিলের পাশাপাশি ছিলেন স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি।

জানা গেছে, জাভি নিজেই ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করে আবেদন পাঠিয়েছেন। তবে অন্য আবেদনকারীরা যেখানে যোগাযোগের নম্বর দিয়েছেন, সেখানে জাভির ফর্মে তা খালি ছিল।

এআইএফএফ-এর জাতীয় দলের পরিচালক সুব্রত পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমরা জাভির আবেদন পেয়েছি। তিনি সরাসরি ইমেইল করে আবেদন করেছেন।”

তবে টেকনিক্যাল কমিটির এক সদস্য জানিয়েছেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে শুরুতেই জাভির আবেদনটি বাতিল করতে হয়েছে। তার ভাষ্য, “ধরে নিই জাভি সত্যিই কোচ হতে রাজি হয়েছেন, এবং আমরা তাকে প্রস্তাবও দিতে চেয়েছি, তবুও তার মতো একজনের পারিশ্রমিক বহন করা এআইএফএফ-এর পক্ষে কঠিন।”

উল্লেখ্য, এর আগেও এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করেন বলে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন এবং এ বিষয়ে আগ্রহীও।
জাভি কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২২-২৩ মৌসুমে লা লিগা এবং ২০২৩ সালের সুপারকোপা দে এসপানা জিতিয়েছেন। খেলোয়াড় হিসেবে মধ্যমাঠে তার পাসিং, দৃষ্টিশক্তি ও ছন্দময় খেলার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবল শিল্পী প্রায় পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন ক্লাবটির সঙ্গে। ৭৬৭ ম্যাচে বার্সার জার্সি গায়ে চাপিয়ে গড়েছেন অনন্য এক ইতিহাস।

বার্সার হয়ে জিতেছেন ৫টি লা লিগা, ৩টি কোপা দেল রে এবং ৩টি চ্যাম্পিয়নস লিগ। এর মধ্যে ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে দলকে এনে দেন ট্রেবল জয়ের গৌরব।
২০১৫ সালে বার্সেলোনার সঙ্গে অধ্যায় শেষ করে জাভি যোগ দেন কাতারের ক্লাব আল সাদে, যেখানে খেলোয়াড় ও পরে কোচ হিসেবে ৪টি ট্রফি জিতেছেন। ২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি।

স্পেন জাতীয় দলের হয়েও তার অর্জন ঈর্ষণীয়। ২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সব দিক বিবেচনায়, জাভির মতো একজন ফুটবল কিংবদন্তি যদি সত্যিই ভারতের কোচ হওয়ার আগ্রহ দেখিয়ে থাকেন, তবে তা নিঃসন্দেহে এক বিরল ঘটনা। যদিও, আপাতত এই সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট সীমাবদ্ধতা।

নিউজটি শেয়ার করুন

ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ

আপডেট সময় ০২:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

 

ভারতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আবেদনকারীদের তালিকায় একাধিক পরিচিত নাম থাকলেও সবচেয়ে আলোড়ন তুলেছে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজের নাম।

‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়, কোচ হওয়ার জন্য জমা পড়া আবেদনপত্রের মধ্যে ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের প্রাক্তন ফুটবলার হ্যারি কিউয়েল, দেশের কোচ খালিদ জামিলের পাশাপাশি ছিলেন স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি।

জানা গেছে, জাভি নিজেই ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করে আবেদন পাঠিয়েছেন। তবে অন্য আবেদনকারীরা যেখানে যোগাযোগের নম্বর দিয়েছেন, সেখানে জাভির ফর্মে তা খালি ছিল।

এআইএফএফ-এর জাতীয় দলের পরিচালক সুব্রত পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমরা জাভির আবেদন পেয়েছি। তিনি সরাসরি ইমেইল করে আবেদন করেছেন।”

তবে টেকনিক্যাল কমিটির এক সদস্য জানিয়েছেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে শুরুতেই জাভির আবেদনটি বাতিল করতে হয়েছে। তার ভাষ্য, “ধরে নিই জাভি সত্যিই কোচ হতে রাজি হয়েছেন, এবং আমরা তাকে প্রস্তাবও দিতে চেয়েছি, তবুও তার মতো একজনের পারিশ্রমিক বহন করা এআইএফএফ-এর পক্ষে কঠিন।”

উল্লেখ্য, এর আগেও এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করেন বলে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন এবং এ বিষয়ে আগ্রহীও।
জাভি কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২২-২৩ মৌসুমে লা লিগা এবং ২০২৩ সালের সুপারকোপা দে এসপানা জিতিয়েছেন। খেলোয়াড় হিসেবে মধ্যমাঠে তার পাসিং, দৃষ্টিশক্তি ও ছন্দময় খেলার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবল শিল্পী প্রায় পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন ক্লাবটির সঙ্গে। ৭৬৭ ম্যাচে বার্সার জার্সি গায়ে চাপিয়ে গড়েছেন অনন্য এক ইতিহাস।

বার্সার হয়ে জিতেছেন ৫টি লা লিগা, ৩টি কোপা দেল রে এবং ৩টি চ্যাম্পিয়নস লিগ। এর মধ্যে ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে দলকে এনে দেন ট্রেবল জয়ের গৌরব।
২০১৫ সালে বার্সেলোনার সঙ্গে অধ্যায় শেষ করে জাভি যোগ দেন কাতারের ক্লাব আল সাদে, যেখানে খেলোয়াড় ও পরে কোচ হিসেবে ৪টি ট্রফি জিতেছেন। ২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি।

স্পেন জাতীয় দলের হয়েও তার অর্জন ঈর্ষণীয়। ২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সব দিক বিবেচনায়, জাভির মতো একজন ফুটবল কিংবদন্তি যদি সত্যিই ভারতের কোচ হওয়ার আগ্রহ দেখিয়ে থাকেন, তবে তা নিঃসন্দেহে এক বিরল ঘটনা। যদিও, আপাতত এই সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট সীমাবদ্ধতা।