ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং শীর্ষ নেতৃত্বকে হেয় করতেই মিটফোর্ড হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক ভৈরবে বাসচাপায় বিভাটেকের চালক-যাত্রী নিহত, আহত আরও ২ তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী পাবনায় পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান যশোরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম চাম্পিয়ন চেলসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 11

ছবি: সংগৃহীত

 

ফিফা ক্লাব বিশ্বকাপে এবারও চোখ ছিল ইউরোপের জায়ান্টদের দিকে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে বিধ্বস্ত করে ফাইনালের আগেই ফেভারিট তকমা অর্জন করেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপা লড়াইয়ে তাদের ধুলোয় মিশিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব চেলসি।

রোববার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। প্রথমার্ধেই শেষ হয়ে যায় ম্যাচের ভাগ্য। কোল পালমারের জোড়া গোল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর এক গোলেই চ্যাম্পিয়ন হয়ে ওঠে ব্লুজরা।

এটি চেলসির দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ জয়। এর আগে ২০২২ সালে তারা প্রথমবার শিরোপা জিতেছিল। তবে এবার নতুন ফরম্যাটে প্রথম আসরের শিরোপা ঘরে তোলায় চেলসির সাফল্যের মান আরও বেড়ে গেছে। প্রায় এক যুগ ধরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী দলগুলো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও এবার সেই ধারা ভাঙলো স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

৮২ হাজারেরও বেশি দর্শকে ঠাসা গ্যালারির সামনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে চেলসি। ম্যাচের ২২ মিনিটে গোলকিপার রবার্ত সানচেজের লম্বা পাস থেকে গুস্তোর সহায়তায় বল পেয়ে গোল করেন কোল পালমার। ছয় মিনিট পর আরও একবার গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ে নেওয়া শটে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। বিরতির আগে পালমারের পাস থেকে পিএসজি গোলরক্ষক দোনারুম্মার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তরুণ ফরোয়ার্ড পেদ্রো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি পিএসজি। চেলসি গোলরক্ষক সানচেজ একাধিক সেভে দলকে রক্ষা করেন। ৫২ মিনিটে দেম্বেলের শট এবং পরে ভিতিনহার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে আরও বিপদে পড়ে পিএসজি। চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল ধরে ফেলেন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের রিভিউয়ে তা লাল কার্ডে রূপ নেয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই জয় উদযাপন শুরু করে চেলসি শিবির। কিছুটা হাতাহাতির ঘটনা হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।

নিউজটি শেয়ার করুন

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম চাম্পিয়ন চেলসি

আপডেট সময় ১০:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

ফিফা ক্লাব বিশ্বকাপে এবারও চোখ ছিল ইউরোপের জায়ান্টদের দিকে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে বিধ্বস্ত করে ফাইনালের আগেই ফেভারিট তকমা অর্জন করেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপা লড়াইয়ে তাদের ধুলোয় মিশিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব চেলসি।

রোববার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। প্রথমার্ধেই শেষ হয়ে যায় ম্যাচের ভাগ্য। কোল পালমারের জোড়া গোল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর এক গোলেই চ্যাম্পিয়ন হয়ে ওঠে ব্লুজরা।

এটি চেলসির দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ জয়। এর আগে ২০২২ সালে তারা প্রথমবার শিরোপা জিতেছিল। তবে এবার নতুন ফরম্যাটে প্রথম আসরের শিরোপা ঘরে তোলায় চেলসির সাফল্যের মান আরও বেড়ে গেছে। প্রায় এক যুগ ধরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী দলগুলো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও এবার সেই ধারা ভাঙলো স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

৮২ হাজারেরও বেশি দর্শকে ঠাসা গ্যালারির সামনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে চেলসি। ম্যাচের ২২ মিনিটে গোলকিপার রবার্ত সানচেজের লম্বা পাস থেকে গুস্তোর সহায়তায় বল পেয়ে গোল করেন কোল পালমার। ছয় মিনিট পর আরও একবার গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ে নেওয়া শটে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। বিরতির আগে পালমারের পাস থেকে পিএসজি গোলরক্ষক দোনারুম্মার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তরুণ ফরোয়ার্ড পেদ্রো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি পিএসজি। চেলসি গোলরক্ষক সানচেজ একাধিক সেভে দলকে রক্ষা করেন। ৫২ মিনিটে দেম্বেলের শট এবং পরে ভিতিনহার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে আরও বিপদে পড়ে পিএসজি। চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল ধরে ফেলেন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের রিভিউয়ে তা লাল কার্ডে রূপ নেয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই জয় উদযাপন শুরু করে চেলসি শিবির। কিছুটা হাতাহাতির ঘটনা হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।