সফল ক্লাব বিশ্বকাপ, আমাদের আয় ২৪ হাজার কোটি টাকা: ফিফা সভাপতি

- আপডেট সময় ০২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 3
ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি। অথচ, নতুন ঘরানার ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ রাখা হয়েছে তারও তিনগুণের বেশি ১২৫ মিলিয়ন ডলার।
এই বিশাল প্রাইজমানির টুর্নামেন্ট থেকে আয় হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩১৩ কোটি টাকা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই এই টুর্নামেন্টের আর্থিক সাফল্য নিয়ে আশাবাদী ছিলেন। এবার তিনি নিজেই জানালেন, সেই লক্ষ্য পূরণ হয়েছে। নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেকে বলেছিল এটা আর্থিকভাবে ব্যর্থ হবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমরা এই প্রতিযোগিতা থেকে ২ বিলিয়নেরও বেশি আয় করেছি। প্রতিটি ম্যাচ থেকে গড়ে আয় হয়েছে ৩৩ মিলিয়ন ডলার। এমনকি বিশ্বের কোনো টুর্নামেন্টে এত আয় হয় না।’
আজ রাতে বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। এই স্টেডিয়ামটি ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের ভেন্যুও বটে।
তবে এই টুর্নামেন্ট নিয়ে সমালোচনারও কমতি নেই। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ এই টুর্নামেন্টকে ‘ফুটবলের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ধারণা’ বলে মন্তব্য করেছিলেন। ক্লপের মতে, এই অতিরিক্ত ম্যাচের কারণে খেলোয়াড়রা ব্যাপক ইনজুরির ঝুঁকিতে পড়বেন। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও এই উদ্যোগের বিরোধিতা করেছেন।
তবুও ইনফান্তিনো দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘এই ক্লাব বিশ্বকাপ বিশাল সাফল্য পেয়েছে। অবশ্যই, সব কিছুর ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা এটা সফল বলতে পারি।’
ফিফার এই নতুন ক্লাব বিশ্বকাপ যেন নতুন এক যুগের সূচনা করল, যেখানে আর্থিক লাভ আর বিশ্বজুড়ে জনপ্রিয়তার সমীকরণেই তৈরি হচ্ছে ফুটবলের ভবিষ্যৎ মানচিত্র।