০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 172

ছবি সংগৃহীত

 

 

দুই মৌসুমের অপেক্ষা শেষে নিজেদের ঐতিহাসিক ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বড় পরিসরের সংস্কার কাজ শেষে আসন্ন মৌসুম থেকেই এই স্টেডিয়ামে আবারও ফুটবল ফিরছে। তবে সবকিছু সম্পূর্ণ শেষ না হওয়ায় মৌসুমের শুরুতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। আর এই সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ এল ক্লাসিকো নিয়েও থাকছে বাড়তি উত্তেজনা।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত লা লিগা ২০২৫-২৬ মৌসুমের সূচি অনুযায়ী, এবারের প্রথম এল ক্লাসিকো হবে ২৬ অক্টোবর, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এরপর দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২০২৬ সালের ১০ মে, বার্সার ক্যাম্প ন্যুতে। উল্লেখযোগ্য বিষয় হলো, সংস্কারকাজ শেষ হওয়ার পর ক্যাম্প ন্যুতে এটিই হবে প্রথম এল ক্লাসিকো, যা বাড়তি আবহ তৈরি করবে ফুটবলপ্রেমীদের মধ্যে।

সংস্কার শেষ না হওয়ায় লা লিগার শুরুতে নিজেদের মাঠে খেলতে পারছে না বার্সেলোনা। ফলে প্রথম তিনটি ম্যাচই তাদের খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ১৭ আগস্ট ম্যালোরকার বিপক্ষে মাঠে নামবে নতুন মৌসুমের প্রথম ম্যাচে। একইদিন ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে শিরোপাহীন গত মৌসুমের আক্ষেপ কাটাতে মুখিয়ে থাকা রিয়াল মাদ্রিদ।

উল্লেখ্য, গত মৌসুমে এল ক্লাসিকোতে সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে চারটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় বার্সা। এর মধ্যে ছিল দুটি শিরোপার লড়াই—স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। এই দুই ফাইনালেই রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তোলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লা লিগার দুই লেগের ম্যাচেও জয় তুলে নেয় বার্সা। ফলে রিয়ালের জন্য এবারের এল ক্লাসিকো শুধুই মর্যাদার লড়াই নয়, বরং গত মৌসুমের হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ।

এদিকে কোচিং ডাগআউটে থাকছে বড় পরিবর্তন। বার্সেলোনার ডাগআউটে যথারীতি থাকছেন হ্যান্সি ফ্লিক, যিনি দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন বার্সাকে। অপরদিকে, রিয়াল মাদ্রিদের ডাগআউটে এসেছে পরিবর্তন। কার্লো আনচেলত্তির বিদায়ের পর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। তার অধীনে লস ব্লাঙ্কোস ইতোমধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছে। এছাড়া দলেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।

সব মিলিয়ে নতুন মৌসুমের এল ক্লাসিকো হতে যাচ্ছে ভিন্ন আবহে, যেখানে পুরনো হিসাব মেটানোর সুযোগ যেমন থাকছে, তেমনি থাকছে ক্যাম্প ন্যু’র নতুন রূপ দেখার উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

আপডেট সময় ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

 

দুই মৌসুমের অপেক্ষা শেষে নিজেদের ঐতিহাসিক ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বড় পরিসরের সংস্কার কাজ শেষে আসন্ন মৌসুম থেকেই এই স্টেডিয়ামে আবারও ফুটবল ফিরছে। তবে সবকিছু সম্পূর্ণ শেষ না হওয়ায় মৌসুমের শুরুতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। আর এই সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ এল ক্লাসিকো নিয়েও থাকছে বাড়তি উত্তেজনা।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত লা লিগা ২০২৫-২৬ মৌসুমের সূচি অনুযায়ী, এবারের প্রথম এল ক্লাসিকো হবে ২৬ অক্টোবর, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এরপর দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২০২৬ সালের ১০ মে, বার্সার ক্যাম্প ন্যুতে। উল্লেখযোগ্য বিষয় হলো, সংস্কারকাজ শেষ হওয়ার পর ক্যাম্প ন্যুতে এটিই হবে প্রথম এল ক্লাসিকো, যা বাড়তি আবহ তৈরি করবে ফুটবলপ্রেমীদের মধ্যে।

সংস্কার শেষ না হওয়ায় লা লিগার শুরুতে নিজেদের মাঠে খেলতে পারছে না বার্সেলোনা। ফলে প্রথম তিনটি ম্যাচই তাদের খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ১৭ আগস্ট ম্যালোরকার বিপক্ষে মাঠে নামবে নতুন মৌসুমের প্রথম ম্যাচে। একইদিন ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে শিরোপাহীন গত মৌসুমের আক্ষেপ কাটাতে মুখিয়ে থাকা রিয়াল মাদ্রিদ।

উল্লেখ্য, গত মৌসুমে এল ক্লাসিকোতে সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে চারটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় বার্সা। এর মধ্যে ছিল দুটি শিরোপার লড়াই—স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। এই দুই ফাইনালেই রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তোলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লা লিগার দুই লেগের ম্যাচেও জয় তুলে নেয় বার্সা। ফলে রিয়ালের জন্য এবারের এল ক্লাসিকো শুধুই মর্যাদার লড়াই নয়, বরং গত মৌসুমের হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ।

এদিকে কোচিং ডাগআউটে থাকছে বড় পরিবর্তন। বার্সেলোনার ডাগআউটে যথারীতি থাকছেন হ্যান্সি ফ্লিক, যিনি দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন বার্সাকে। অপরদিকে, রিয়াল মাদ্রিদের ডাগআউটে এসেছে পরিবর্তন। কার্লো আনচেলত্তির বিদায়ের পর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। তার অধীনে লস ব্লাঙ্কোস ইতোমধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছে। এছাড়া দলেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।

সব মিলিয়ে নতুন মৌসুমের এল ক্লাসিকো হতে যাচ্ছে ভিন্ন আবহে, যেখানে পুরনো হিসাব মেটানোর সুযোগ যেমন থাকছে, তেমনি থাকছে ক্যাম্প ন্যু’র নতুন রূপ দেখার উত্তেজনা।