নারী ফুটবলের এই সাফল্য পুরো জাতির জন্যই গর্বের বিষয়: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় ১২:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 118
২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো ইতিহাস গড়ে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার দিবাগত রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই সাফল্য কেবল নারী ফুটবলের জন্য নয়, পুরো জাতির জন্যই গর্বের বিষয়। এটি বাংলাদেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য মনোবলের একটি দারুণ উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন, এই কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও অবস্থানকে আরও শক্ত করবে।
উল্লেখ্য, আজ মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করার মাধ্যমে মূল পর্বে খেলার দরজায় কড়া নাড়তে শুরু করে বাংলাদেশ। পরে বাছাইপর্বের আরেক ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করলে বাংলাদেশের আর অপেক্ষা করতে হয়নি। ফলে প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের মূল পর্বে নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিত্ব।
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী ক্রীড়ামহল। দেশের ক্রীড়া-প্রেমীদের মধ্যে এ অর্জন উদ্দীপনার সঞ্চার করেছে।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যায়ে পৌঁছানো বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য বাংলাদেশের নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশের নারী ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্যের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২৬ এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েদের এই অংশগ্রহণ দেশের ক্রীড়ার ইতিহাসে একটি গর্বিত অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এমনটি আশা করছেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।






















