০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

লিটন দাসের রেকর্ড ঝড়, টেস্টে ক্যাচ-স্ট্যাম্পিংয়ে শীর্ষে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 181

ছবি: সংগৃহীত

 

শ্রীলঙ্কার সঙ্গে চলমান টেস্ট ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস নতুন এক রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার কলম্বোর ম্যাচে লিটন তারকা মুশফিকুর রহিমের ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করে এগিয়ে গেছেন। এখন পর্যন্ত লিটনের টেস্টে মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

লিটন দাস মাত্র ৬৫ ইনিংসে এই কীর্তি স্পর্শ করেছেন, যেখানে মুশফিক ৯৯ ইনিংস সময় নিয়েছিলেন। ইনিংসপ্রতি লিটনের ডিসমিসাল হার ১.৭৫৩, যা মুশফিকের ১.১৪১ হারকে অনেকটাই ছাড়িয়ে গেছে। লিটনের ১১৪টি ডিসমিসালের মধ্যে রয়েছে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং। মুশফিক এখন ফর্ম্যাটটিতে উইকেটরক্ষক হিসেবে আর খেলেন না, দীর্ঘদিন ধরে গ্লাভস লিটনের হাতে তুলে দিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের অন্য সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের ৮৭টি ডিসমিসাল রয়েছে, যার ইনিংসপ্রতি হার ১.৪২। তবে দেশের বর্তমান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ইনিংসপ্রতি ১.৮৮ ডিসমিসালের হার নিয়ে অন্যতম সেরা।

বিশ্বব্যাপী ১০০ ডিসমিসালের গণ্ডি পার করা উইকেটরক্ষকের সংখ্যা ৫৪ জন। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মার্ক বাউচার শীর্ষে আছেন, ২৮১ ইনিংসে ৫৫৫ ডিসমিসাল নিয়ে। এছাড়া ৫০০ ডিসমিসালের রেকর্ডের বাইরে কাউকে দেখা যায়নি।

অন্যদিকে, চলমান এই ম্যাচে বাংলাদেশের পক্ষে বেশ ব্যাকফুটে অবস্থান রয়েছে। প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে ৪৩ রানের লিড নিয়েছে। ওপেনার পাথুম নিশাঙ্কা ১৪৬ রান করে অপরাজিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

লিটন দাসের রেকর্ড ঝড়, টেস্টে ক্যাচ-স্ট্যাম্পিংয়ে শীর্ষে বাংলাদেশ

আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

শ্রীলঙ্কার সঙ্গে চলমান টেস্ট ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস নতুন এক রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার কলম্বোর ম্যাচে লিটন তারকা মুশফিকুর রহিমের ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করে এগিয়ে গেছেন। এখন পর্যন্ত লিটনের টেস্টে মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

লিটন দাস মাত্র ৬৫ ইনিংসে এই কীর্তি স্পর্শ করেছেন, যেখানে মুশফিক ৯৯ ইনিংস সময় নিয়েছিলেন। ইনিংসপ্রতি লিটনের ডিসমিসাল হার ১.৭৫৩, যা মুশফিকের ১.১৪১ হারকে অনেকটাই ছাড়িয়ে গেছে। লিটনের ১১৪টি ডিসমিসালের মধ্যে রয়েছে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং। মুশফিক এখন ফর্ম্যাটটিতে উইকেটরক্ষক হিসেবে আর খেলেন না, দীর্ঘদিন ধরে গ্লাভস লিটনের হাতে তুলে দিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের অন্য সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের ৮৭টি ডিসমিসাল রয়েছে, যার ইনিংসপ্রতি হার ১.৪২। তবে দেশের বর্তমান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ইনিংসপ্রতি ১.৮৮ ডিসমিসালের হার নিয়ে অন্যতম সেরা।

বিশ্বব্যাপী ১০০ ডিসমিসালের গণ্ডি পার করা উইকেটরক্ষকের সংখ্যা ৫৪ জন। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মার্ক বাউচার শীর্ষে আছেন, ২৮১ ইনিংসে ৫৫৫ ডিসমিসাল নিয়ে। এছাড়া ৫০০ ডিসমিসালের রেকর্ডের বাইরে কাউকে দেখা যায়নি।

অন্যদিকে, চলমান এই ম্যাচে বাংলাদেশের পক্ষে বেশ ব্যাকফুটে অবস্থান রয়েছে। প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে ৪৩ রানের লিড নিয়েছে। ওপেনার পাথুম নিশাঙ্কা ১৪৬ রান করে অপরাজিত রয়েছেন।