০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়: তিনটি সুপার ওভারের রোমাঞ্চে নেপালকে হারালো নেদারল্যান্ডস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

গ্লাসগোয় বুধবার রাতের ম্যাচে সৃষ্টি হলো ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায়। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভার, আর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে নেদারল্যান্ডস।

স্কটল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে নেপাল ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডসকে। ডাচদের হয়ে বিক্রমজিৎ সিং করেন ২৯ বলে ৩০ আর তেজা নিদামানুরু করেন ৩৭ বলে ৩৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ১৫২ রান।

বিজ্ঞাপন

জবাবে নেমে শেষ ওভারে জয়ের জন্য নেপালের দরকার ছিল ১৬ রান। সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদব মিলে তুলতে পারেন ১৫ রান। ফলে মূল ম্যাচ টাই হয় এবং খেলা গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে ব্যাট করতে নেমে নেপাল তোলে ১ উইকেটে ১৯ রান। কুশল ভুরতাল দুটি ছক্কা ও একটি চার হাঁকান ড্যানিয়েল ডোরামের বলে। জবাবে ডাচদের পক্ষে মাইকেল লেভিট প্রথম বলে ছক্কা মারলেও পরের তিন বলে আসে মাত্র ৩ রান। এরপর ম্যাক্স ও’ডাউড শেষ দুই বলে ছক্কা ও চার মেরে ম্যাচটি আবারও টাই করেন।

দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে নেদারল্যান্ডস তোলে ১ উইকেটে ১৭ রান। জবাবে রোহিত পৌডেল তিন বলে ১১ রান করলেও ডাচ পেসার কাইল ক্লেইন টানা দুটি ডট বল করেন। শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মারায় দ্বিতীয় ওভারও টাই হয়।

ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো খেলা পৌঁছে তৃতীয় সুপার ওভারে। কিন্তু সেখানেই নেপালের ট্র্যাজেডি। জ্যাক-লায়ন ক্যাচেটের করা ওভারের প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে রানশূন্যেই থেমে যায় নেপাল। জবাবে মাইকেল লেভিট সন্দ্বীপ লামিচানের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ জয়ের ইতিহাস গড়ে দেন।

এর আগে মূল ম্যাচে নেপালের পক্ষে অধিনায়ক রোহিত পৌডেল ৩৫ বলে ৪৮, ভুরতাল ২৩ বলে ৩৪ ও রুপেশ সিং ১৪ বলে করেন ১৯ রান।

এই ম্যাচ শুধু রোমাঞ্চ নয়, ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকল।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়: তিনটি সুপার ওভারের রোমাঞ্চে নেপালকে হারালো নেদারল্যান্ডস

আপডেট সময় ১১:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

গ্লাসগোয় বুধবার রাতের ম্যাচে সৃষ্টি হলো ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায়। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভার, আর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে নেদারল্যান্ডস।

স্কটল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে নেপাল ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডসকে। ডাচদের হয়ে বিক্রমজিৎ সিং করেন ২৯ বলে ৩০ আর তেজা নিদামানুরু করেন ৩৭ বলে ৩৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ১৫২ রান।

বিজ্ঞাপন

জবাবে নেমে শেষ ওভারে জয়ের জন্য নেপালের দরকার ছিল ১৬ রান। সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদব মিলে তুলতে পারেন ১৫ রান। ফলে মূল ম্যাচ টাই হয় এবং খেলা গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে ব্যাট করতে নেমে নেপাল তোলে ১ উইকেটে ১৯ রান। কুশল ভুরতাল দুটি ছক্কা ও একটি চার হাঁকান ড্যানিয়েল ডোরামের বলে। জবাবে ডাচদের পক্ষে মাইকেল লেভিট প্রথম বলে ছক্কা মারলেও পরের তিন বলে আসে মাত্র ৩ রান। এরপর ম্যাক্স ও’ডাউড শেষ দুই বলে ছক্কা ও চার মেরে ম্যাচটি আবারও টাই করেন।

দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে নেদারল্যান্ডস তোলে ১ উইকেটে ১৭ রান। জবাবে রোহিত পৌডেল তিন বলে ১১ রান করলেও ডাচ পেসার কাইল ক্লেইন টানা দুটি ডট বল করেন। শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মারায় দ্বিতীয় ওভারও টাই হয়।

ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো খেলা পৌঁছে তৃতীয় সুপার ওভারে। কিন্তু সেখানেই নেপালের ট্র্যাজেডি। জ্যাক-লায়ন ক্যাচেটের করা ওভারের প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে রানশূন্যেই থেমে যায় নেপাল। জবাবে মাইকেল লেভিট সন্দ্বীপ লামিচানের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ জয়ের ইতিহাস গড়ে দেন।

এর আগে মূল ম্যাচে নেপালের পক্ষে অধিনায়ক রোহিত পৌডেল ৩৫ বলে ৪৮, ভুরতাল ২৩ বলে ৩৪ ও রুপেশ সিং ১৪ বলে করেন ১৯ রান।

এই ম্যাচ শুধু রোমাঞ্চ নয়, ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকল।