০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

১০ জন নিয়ে আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র করল মেসির আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 130

ছবি: সংগৃহীত

 

টানা দ্বিতীয় জয় হাতছাড়া হলেও শেষ হাসি অন্তত আর্জেন্টিনাই হাসল। একদিকে লাল কার্ড, অন্যদিকে মেসিকে তুলে নেওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরুটা বেশ জমজমাট ছিল। চতুর্থ মিনিটেই থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ১৪ মিনিটে লুইস দিয়াজের একক প্রচেষ্টা আটকে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

বিজ্ঞাপন

এর কিছু পরেই কলম্বিয়া পায় সবচেয়ে বড় সুযোগটি। ডেইভার মাচাদো যদি বক্সের মধ্যে থেকে শটটি লক্ষ্যে রাখতে পারতেন, তাহলে চুপসে যেত এস্তাদিও মনুমেন্তালের গ্যালারি। ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত শটটি ফিরিয়ে দেন কেভিন মিয়ার।

এমন লড়াইয়ের মাঝেই ২৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ দৌড়ে আর্জেন্টিনার রক্ষণ চিরে বল জালে জড়ান লুইস দিয়াজ। কলম্বিয়ান সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেন তিনি। তবে ৩০ মিনিটে আলভারেজের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একাধিক সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদে ব্যর্থ হয়। ৬৩ মিনিটে ফার্নান্দেজ গোলবারের ওপর দিয়ে মারলে আক্ষেপে ডোবে স্কালোনির শিবির। এর পাঁচ মিনিট পর মেসির ফ্রি-কিক ঠেকালেও ফিরতি বলে গোল দিতে ব্যর্থ হন গঞ্জালেস।

৭১ মিনিটে কাসতানোর পায়ে ফার্নান্দেজের ফাউলে লাল কার্ড দেখায় আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। এরপর মাঠ ছাড়েন মেসি ও রদ্রিগেজ। কিন্তু তাতেও হার মানেনি বিশ্বচ্যাম্পিয়নরা। ৮১ মিনিটে আলমাদার ডান পাশ থেকে নেওয়া দুর্দান্ত শটে জাল খুঁজে নেয় আর্জেন্টিনা।

শেষ মুহূর্তে কলম্বিয়া একাধিকবার গোলের কাছাকাছি গেলেও পোস্ট ও মার্তিনেসের তৎপরতায় রক্ষা পায় আর্জেন্টিনা। ৮৬ মিনিটে রিওসের হেড যদি পোস্টে না লাগত, হারই হয়তো লেখা থাকত আলবিসেলেস্তেদের।

শেষ পর্যন্ত নাটকীয় এই ম্যাচ ১-১ গোলে ড্রয়ে শেষ হয়। জয় না পেলেও, দশজন নিয়েও আর্জেন্টিনার প্রত্যাবর্তন ছিল সত্যিই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

১০ জন নিয়ে আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র করল মেসির আর্জেন্টিনা

আপডেট সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 

টানা দ্বিতীয় জয় হাতছাড়া হলেও শেষ হাসি অন্তত আর্জেন্টিনাই হাসল। একদিকে লাল কার্ড, অন্যদিকে মেসিকে তুলে নেওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরুটা বেশ জমজমাট ছিল। চতুর্থ মিনিটেই থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ১৪ মিনিটে লুইস দিয়াজের একক প্রচেষ্টা আটকে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

বিজ্ঞাপন

এর কিছু পরেই কলম্বিয়া পায় সবচেয়ে বড় সুযোগটি। ডেইভার মাচাদো যদি বক্সের মধ্যে থেকে শটটি লক্ষ্যে রাখতে পারতেন, তাহলে চুপসে যেত এস্তাদিও মনুমেন্তালের গ্যালারি। ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত শটটি ফিরিয়ে দেন কেভিন মিয়ার।

এমন লড়াইয়ের মাঝেই ২৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ দৌড়ে আর্জেন্টিনার রক্ষণ চিরে বল জালে জড়ান লুইস দিয়াজ। কলম্বিয়ান সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেন তিনি। তবে ৩০ মিনিটে আলভারেজের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একাধিক সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদে ব্যর্থ হয়। ৬৩ মিনিটে ফার্নান্দেজ গোলবারের ওপর দিয়ে মারলে আক্ষেপে ডোবে স্কালোনির শিবির। এর পাঁচ মিনিট পর মেসির ফ্রি-কিক ঠেকালেও ফিরতি বলে গোল দিতে ব্যর্থ হন গঞ্জালেস।

৭১ মিনিটে কাসতানোর পায়ে ফার্নান্দেজের ফাউলে লাল কার্ড দেখায় আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। এরপর মাঠ ছাড়েন মেসি ও রদ্রিগেজ। কিন্তু তাতেও হার মানেনি বিশ্বচ্যাম্পিয়নরা। ৮১ মিনিটে আলমাদার ডান পাশ থেকে নেওয়া দুর্দান্ত শটে জাল খুঁজে নেয় আর্জেন্টিনা।

শেষ মুহূর্তে কলম্বিয়া একাধিকবার গোলের কাছাকাছি গেলেও পোস্ট ও মার্তিনেসের তৎপরতায় রক্ষা পায় আর্জেন্টিনা। ৮৬ মিনিটে রিওসের হেড যদি পোস্টে না লাগত, হারই হয়তো লেখা থাকত আলবিসেলেস্তেদের।

শেষ পর্যন্ত নাটকীয় এই ম্যাচ ১-১ গোলে ড্রয়ে শেষ হয়। জয় না পেলেও, দশজন নিয়েও আর্জেন্টিনার প্রত্যাবর্তন ছিল সত্যিই প্রশংসনীয়।