ভুটানের বিপক্ষে আজ মাঠে হামজা, অভিষেকের অপেক্ষায় ফাহামিদুল-শমিত!
- আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 151
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। আজ বুধবার (৪ জুন) ভোর ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ফুটবলার। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
এর আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও জার্মানিতে খেলা তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলাম। এবার তাদের দলে যুক্ত হলেন শমিত সোম, যিনি দেশের জার্সিতে খেলার সুযোগে দারুণ রোমাঞ্চিত।
বিমানবন্দরে সাংবাদিকদের শমিত বলেন, “এখানে এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে। ফুটবল নিয়ে সবার মধ্যে উৎসাহ দেখছি। আশা করি আমরা দল হিসেবে ভালো পারফরম্যান্স দেখাতে পারবো। দলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।”
তিনি আরও বলেন, “কোচের সঙ্গে কথা হয়েছে কীভাবে আমরা খেলব, আমার দায়িত্ব কী হবে। ভ্রমণের কারণে গত দুই দিন অনুশীলন করতে পারিনি, তবে এখন দলীয় অনুশীলনের জন্য মুখিয়ে আছি।”
জাতীয় দলের পরবর্তী প্রস্তুতি ম্যাচ আজ বুধবার সন্ধ্যায়। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন হামজা চৌধুরী। একইসঙ্গে অভিষেক হতে পারে তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলামেরও।
তবে মূল লক্ষ্য আগামী ১০ জুন। ওইদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের।
নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে গড়া এই দলে বিদেশপ্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। এখন দেখার পালা, তারা কতটা সাফল্য এনে দিতে পারেন জাতীয় ফুটবলে।


























