ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাবিনাদের অবিশ্বাস্য ২৮ গোলের জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

এক ম্যাচে ২৮ গোল—এটি সত্যিই অবিশ্বাস্য! সাবিনা খাতুনের ট্রিপল হ্যাটট্রিক, মনিকা চাকমার ডাবল, এবং মাতসুশিমা সুমাইয়া ও ঋতুপর্ণা চাকমার হ্যাটট্রিকের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকন্যারা এই অসাধারণ অর্জন করেছে।

বৃহস্পতিবার ভুটান নারী লিগে পারো এফসি ২৮-০ গোলের বিশাল জয় লাভ করে। এই ম্যাচে সাবিনা খাতুন সর্বাধিক নয় গোল করে ম্যাচসেরার খেতাব অর্জন করেন।

মনিকা চাকমা সাতটি গোল করেন, মাতসুশিমা সুমাইয়া পাঁচটি এবং ঋতুপর্ণা চাকমা চারটি গোল করেন। তাদের ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ ভেঙে পড়ে।

সাবিনার সৌজন্যে ম্যাচের আট মিনিটের মাথায় প্রথম গোলটি আসে, এবং বিরতির সময় পারো এফসি ১০-০ গোলের লিড নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তারা আরও ১৮টি গোল করে ম্যাচটি সম্পূর্ণ করে।

ভুটান নারী লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। এর আগে সানজিদাদের থিম্পু সিটি এবং কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডও নিজেদের খেলায় জয়ী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাবিনাদের অবিশ্বাস্য ২৮ গোলের জয়

আপডেট সময় ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

 

এক ম্যাচে ২৮ গোল—এটি সত্যিই অবিশ্বাস্য! সাবিনা খাতুনের ট্রিপল হ্যাটট্রিক, মনিকা চাকমার ডাবল, এবং মাতসুশিমা সুমাইয়া ও ঋতুপর্ণা চাকমার হ্যাটট্রিকের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকন্যারা এই অসাধারণ অর্জন করেছে।

বৃহস্পতিবার ভুটান নারী লিগে পারো এফসি ২৮-০ গোলের বিশাল জয় লাভ করে। এই ম্যাচে সাবিনা খাতুন সর্বাধিক নয় গোল করে ম্যাচসেরার খেতাব অর্জন করেন।

মনিকা চাকমা সাতটি গোল করেন, মাতসুশিমা সুমাইয়া পাঁচটি এবং ঋতুপর্ণা চাকমা চারটি গোল করেন। তাদের ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ ভেঙে পড়ে।

সাবিনার সৌজন্যে ম্যাচের আট মিনিটের মাথায় প্রথম গোলটি আসে, এবং বিরতির সময় পারো এফসি ১০-০ গোলের লিড নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তারা আরও ১৮টি গোল করে ম্যাচটি সম্পূর্ণ করে।

ভুটান নারী লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। এর আগে সানজিদাদের থিম্পু সিটি এবং কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডও নিজেদের খেলায় জয়ী হয়েছে।