ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ অ-১৮ এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বাংলাদেশের নারী দলের বড় হার: ১১-০ গোলে বিধ্বস্ত! গাজায় আরও এক ফুটবলারের মৃত্যু, ইসরায়েলি হামলায় প্রাণ গেল মুহান্নাদের ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

এল ক্লাসিকোর রোমাঞ্চে বার্সেলোনার জয়, শিরোপার আরও কাছে কাতালানরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 57

ছবি: সংগৃহীত

 

লা লিগার শিরোপা লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার রাতে দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কাতালানরা। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি ছিল চলতি মৌসুমে টানা চতুর্থ এল ক্লাসিকো জয়। ফলে ১৯৮২-৮৩ মৌসুমের পর এই প্রথম এক ক্যালেন্ডার বছরে চার এল ক্লাসিকোর সবকটিতে হারের লজ্জা পেল লস ব্লাঙ্কোসরা।

রুদ্ধশ্বাস এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। এর মাধ্যমে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে, পেছনে ফেলেন কিংবদন্তি ইবান সামোরানোকে।

তবে প্রথমার্ধের বাকি সময়টা এককভাবে দাপট দেখায় বার্সেলোনা। ১৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন এরিক গার্সিয়া। এরপর ৩২ মিনিটে সমতা ফেরান লামিনে ইয়ামাল। দুই মিনিট পর পেদ্রির পাস থেকে দলকে এগিয়ে দেন রাফিনহা। বিরতির আগে রিয়াল ডিফেন্ডার লুকাস ভাজকেজের ভুলে বল কেড়ে ফেরান তোরেসের সঙ্গে জুটি বেঁধে রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করেন। রিয়ালের বিপক্ষে চলতি মৌসুমে এ নিয়ে পাঁচটি গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে রিয়াল কোচ আনচেলত্তি পরিবর্তন আনলেও কাঙ্ক্ষিত ফল আনতে পারেননি। ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে এমবাপ্পের হ্যাটট্রিকের পরেও রিয়াল ফেরার পথ খুঁজে পায়নি।

এই জয়ে ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। বাকি তিন ম্যাচে একটি জয় পেলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জাগছে কাতালানদের সামনে। শেষবার ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা।

এই এল ক্লাসিকো শুধু ফলাফলের জন্যই নয়, রোমাঞ্চ, রেকর্ড ও নাটকীয়তার দিক থেকেও লা লিগার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল।

নিউজটি শেয়ার করুন

এল ক্লাসিকোর রোমাঞ্চে বার্সেলোনার জয়, শিরোপার আরও কাছে কাতালানরা

আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

লা লিগার শিরোপা লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার রাতে দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কাতালানরা। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি ছিল চলতি মৌসুমে টানা চতুর্থ এল ক্লাসিকো জয়। ফলে ১৯৮২-৮৩ মৌসুমের পর এই প্রথম এক ক্যালেন্ডার বছরে চার এল ক্লাসিকোর সবকটিতে হারের লজ্জা পেল লস ব্লাঙ্কোসরা।

রুদ্ধশ্বাস এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। এর মাধ্যমে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে, পেছনে ফেলেন কিংবদন্তি ইবান সামোরানোকে।

তবে প্রথমার্ধের বাকি সময়টা এককভাবে দাপট দেখায় বার্সেলোনা। ১৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন এরিক গার্সিয়া। এরপর ৩২ মিনিটে সমতা ফেরান লামিনে ইয়ামাল। দুই মিনিট পর পেদ্রির পাস থেকে দলকে এগিয়ে দেন রাফিনহা। বিরতির আগে রিয়াল ডিফেন্ডার লুকাস ভাজকেজের ভুলে বল কেড়ে ফেরান তোরেসের সঙ্গে জুটি বেঁধে রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করেন। রিয়ালের বিপক্ষে চলতি মৌসুমে এ নিয়ে পাঁচটি গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে রিয়াল কোচ আনচেলত্তি পরিবর্তন আনলেও কাঙ্ক্ষিত ফল আনতে পারেননি। ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে এমবাপ্পের হ্যাটট্রিকের পরেও রিয়াল ফেরার পথ খুঁজে পায়নি।

এই জয়ে ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। বাকি তিন ম্যাচে একটি জয় পেলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জাগছে কাতালানদের সামনে। শেষবার ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা।

এই এল ক্লাসিকো শুধু ফলাফলের জন্যই নয়, রোমাঞ্চ, রেকর্ড ও নাটকীয়তার দিক থেকেও লা লিগার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল।