নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

- আপডেট সময় ১১:৫২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 29
শেষ মুহূর্তে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। নির্বাচকরা জানান, ডিপিএলের লিগ পর্বে না খেললেও সুপার লিগের কয়েক ম্যাচে খেলার কারণে প্রস্তুতির ঘাটতি নেই, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুটা ছিল স্বপ্নময়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই মোস্তাফিজ যেন অনেকটাই রঙহীন। ধারাবাহিক পারফরম্যান্সের অভাব, চোট সমস্যা আর নানা সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার প্রতি আগ্রহ কমে গেছে। আইপিএল, পিএসএল কিংবা অন্য কোনো লিগেই তাকে নিয়ে আলোচনা নেই বললেই চলে। জাতীয় দলেও সাদা বলের ম্যাচে সুযোগ পাচ্ছেন না নিয়মিতভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও তাকে একাদশে রাখা হয়নি।
এরপর মোস্তাফিজের জন্য নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হতে পারত ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু বেতন সংক্রান্ত ইস্যুতে তিনি খেলেননি লিগ পর্ব। পরে মোহামেডানের হয়ে খেলেছেন সুপার লিগে। সেখানে ৫ ম্যাচে ২৮ ওভার বোলিং করেছেন তিনি। এরপর তাকে রাখা হয়েছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে, যেন আসন্ন পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির সুযোগ মেলে। অথচ হঠাৎ করেই সিদ্ধান্ত বদল—সেই সিরিজে রাখা হচ্ছে না তাকে।
নির্বাচকরা বলছেন, শুরুতে মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে সংশয় ছিল। পরে ডিপিএলে পারফরম্যান্সে তারা সন্তুষ্ট হলেও বিশ্রামের সিদ্ধান্তই চূড়ান্ত করেন। তবে প্রশ্ন উঠছে—ডিপিএল শেষ হয়েছে তিন দিন আগে, এত দেরিতে এই সিদ্ধান্ত কেন? নাকি মোস্তাফিজ নিজেই খেলতে অনাগ্রহী? খেললে হয়তো উপকৃত হতো বাংলাদেশই, কারণ এ বছর তিনি খেলেছেন মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ, পারফরম্যান্সও খুব একটা উজ্জ্বল নয়।
এদিকে, সিরিজ সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। ফিল্ডিং সেশন শেষে দীর্ঘ সময় নেটে কাটিয়েছেন শামিম হোসেন, পারভেজ ইমনরা। নাঈম শেখ ও নুরুল হাসান সোহান ছিলেন বেশ মনোযোগী। জাতীয় দলে ফেরার লড়াইয়ে এই সিরিজকে বড় সুযোগ হিসেবে নিচ্ছেন তারা।
সোমবার সিলেটে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক এই সিরিজ হতে পারে অনেকের জন্য দলে ফেরার প্ল্যাটফর্ম।