ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

পঞ্চম জয়ে অপ্রতিরোধ্য রংপুর, শাকিবের ঢাকার পরাজয় অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 61

পঞ্চম জয়ে অপ্রতিরোধ্য রংপুর, শাকিবের ঢাকার পরাজয় অব্যাহত

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স ৭ উইকেট আর ৪০ বল হাতে রেখে হারিয়ে দিল ঢাকা ক্যাপিটালসকে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলটি পঞ্চম জয়ের রেকর্ড গড়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে।

ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ যেন পুরোপুরি ভেঙে পড়েছে। নাহিদ রানা এবং খুশদিল শাহের বোলিং তোপে মাত্র ১১১ রানে অলআউট হয়  দলটি। একাদশে বেশ পরিবর্তন এনেও কোনো লাভ হয়নি ঢাকার। 

রংপুরের জয়ের ভিত তৈরি হয় বোলারদের অসাধারণ পারফরম্যান্সে, তবে ব্যাটিংয়ে অ্যালেক্স হেলস ছিলেন আরও একবার নজরকাড়া। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটসম্যান মাত্র ২৭ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ঝড়ো ৪৪ রান করেন। খুশদিল শাহ ১৩ বলে ৪টি চমৎকার বাউন্ডারি এবং ১টি বিশাল ছক্কায় অপরাজিত ২৭ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন বিজয়ের গৌরবে।  

সংক্ষিপ্ত স্কোর: 

টসঃ রংপুর রাইডার্স

প্রথম ইনিংসঃ 

ঢাকা ক্যাপিটালসঃ ১১১/১০, ১৬.৩ অভার।    

তানজিদ হাসান ২০(১৬), জেসন রয় ১৮(১২)    

নাহিদ রানা ৩/২১, আকিফ জাভেদ ২/১৩     

দ্বিতীয় ইনিংসঃ   

রংপুর রাইডার্সঃ ১১৩/৩, ১৩.২ অভার।     

অ্যালেক্স হেলস ৪৪(২৭), খুশদিল শাহ ২৭(১৩)    

মোস্তাফিজুর রহমান ১/২৩  

ফলাফলঃ রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী

নিউজটি শেয়ার করুন

পঞ্চম জয়ে অপ্রতিরোধ্য রংপুর, শাকিবের ঢাকার পরাজয় অব্যাহত

আপডেট সময় ০৬:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স ৭ উইকেট আর ৪০ বল হাতে রেখে হারিয়ে দিল ঢাকা ক্যাপিটালসকে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলটি পঞ্চম জয়ের রেকর্ড গড়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে।

ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ যেন পুরোপুরি ভেঙে পড়েছে। নাহিদ রানা এবং খুশদিল শাহের বোলিং তোপে মাত্র ১১১ রানে অলআউট হয়  দলটি। একাদশে বেশ পরিবর্তন এনেও কোনো লাভ হয়নি ঢাকার। 

রংপুরের জয়ের ভিত তৈরি হয় বোলারদের অসাধারণ পারফরম্যান্সে, তবে ব্যাটিংয়ে অ্যালেক্স হেলস ছিলেন আরও একবার নজরকাড়া। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটসম্যান মাত্র ২৭ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ঝড়ো ৪৪ রান করেন। খুশদিল শাহ ১৩ বলে ৪টি চমৎকার বাউন্ডারি এবং ১টি বিশাল ছক্কায় অপরাজিত ২৭ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন বিজয়ের গৌরবে।  

সংক্ষিপ্ত স্কোর: 

টসঃ রংপুর রাইডার্স

প্রথম ইনিংসঃ 

ঢাকা ক্যাপিটালসঃ ১১১/১০, ১৬.৩ অভার।    

তানজিদ হাসান ২০(১৬), জেসন রয় ১৮(১২)    

নাহিদ রানা ৩/২১, আকিফ জাভেদ ২/১৩     

দ্বিতীয় ইনিংসঃ   

রংপুর রাইডার্সঃ ১১৩/৩, ১৩.২ অভার।     

অ্যালেক্স হেলস ৪৪(২৭), খুশদিল শাহ ২৭(১৩)    

মোস্তাফিজুর রহমান ১/২৩  

ফলাফলঃ রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী