মাঠে রেকর্ড দর্শক নিয়ে মেসিদের জয়ে অপরাজিত থাকলো ইন্টার মায়ামি

- আপডেট সময় ১১:১৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 12
লিওনেল মেসির উপস্থিতি মানেই যেন ইতিহাসের অংশ হওয়া। সেটাই আবারও প্রমাণ হলো কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে। ওহিওর কলম্বাস শহরের স্থানীয় মাঠ লোয়ার ডটকম ফিল্ডে সাধারণত আয়োজিত হয় কলম্বাস ক্রুর ঘরের ম্যাচ। তবে ধারণক্ষমতা মাত্র ২০ হাজার হওয়ায়, মেসির মতো তারকা খেলোয়াড়কে দেখতে উৎসুক দর্শকের চাপ সামলাতে মাঠ বদলানো হয়।
একই মালিকানাধীন এনএফএল ক্লাব ক্লিভল্যান্ড ব্রাউনসের হান্টিংটন ব্যাংক ফিল্ডে আয়োজন করা হয় এই হাইভোল্টেজ ম্যাচ। যেখানে উপস্থিত হন রেকর্ডসংখ্যক ৬০,৬১৪ দর্শক এই মাঠে এনএফএলের বাইরের সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড এটি।
ম্যাচটি হয় বাংলাদেশ সময় রোববার (২০ এপ্রিল) ভোরে, যেখানে মেসির ইন্টার মায়ামি ১–০ গোলে পরাজিত করে স্বাগতিক কলম্বাস ক্রুকে। যদিও গোলের খাতায় নাম লেখাতে পারেননি মেসি, তবুও তার উপস্থিতিই ম্যাচটিকে করে তুলেছে নজরকাড়া।
রেকর্ড গড়া ম্যাচের একমাত্র গোলটি আসে ৩০তম মিনিটে। আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্টের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন যুক্তরাষ্ট্রের উঠতি মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি। ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে লিপ্ত থাকলেও আর কোনো গোলের দেখা মেলেনি।
এই জয়ের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ইন্টার মায়ামি। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা রয়েছে তিন নম্বরে। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে কলম্বাস ক্রু, যারা ৯ ম্যাচে অবস্থান করছে চতুর্থ স্থানে। শীর্ষে আছে শার্লট ও চিনচিনাতি উভয়েরই পয়েন্ট ১৯।
ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ অপেক্ষা করছে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) তারা মুখোমুখি হবে কানাডার ভ্যানকুবার হোয়াইটক্যাপসের বিপক্ষে, সেমিফাইনালের প্রথম লেগে। মেসির নেতৃত্বে এবার কী চমক অপেক্ষা করছে সেটিই এখন দেখার বিষয়।