১৯ রানে ৭ উইকেট! তাসকিনের ঝড়ো বোলিং-এ BPL-এ নতুন রেকর্ড
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এ ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখালেন তাসকিন আহমেদ। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার গড়লেন লিগের ইতিহাসের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের মহাম্মদ আমিরের দখলে। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে আমির ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। তবে এবার সেই কীর্তিকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর জার্সিতে বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তাসকিন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে বোলিং করে তিনি সাজঘরে পাঠান ঢাকার দুই ওপেনার, লিটন দাস ও তানজিদ তামিমকে। ইনিংসের মাঝপথেও ছিলেন সমান ভয়ঙ্কর। কিন্তু আসল নাটকটা জমে ওঠে শেষ ওভারে। জয়ের পথ মসৃণ করতে মাত্র এক ওভারেই শিকার করেন ৩টি উইকেট।
পুরো ম্যাচে ৪ ওভার বল করে তাসকিন দেন মাত্র ১৯ রান, তুলে নেন ৭টি মূল্যবান উইকেট। তার নিখুঁত ইয়র্কার, স্লোয়ার আর গতির বৈচিত্র্যে বিভ্রান্ত হয়ে একের পর এক উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পর তাসকিন শুধু নিজের দলের নয়, পুরো ক্রিকেটবিশ্বের নজর কাড়লেন।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের মুখে পড়েও ৯ উইকেটে ১৭৪ রান তোলে। লক্ষ্য তাড়ায় দুর্বার রাজশাহী শুরুতে চাপে থাকলেও এনামুল হক বিজয় ও রায়ান বরুলের দুর্দান্ত শতরানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। বিজয় ৪৬ বলে ৭৩ এবং বরুল ৩৩ বলে ৫৫ রান করেন। ১৮.১ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর:
টসঃ ঢাকা ক্যাপিটালস
প্রথম ইনিংসঃ
ঢাকা ক্যাপিটালস ১৭৪/৯, ২০ অভার।
শাহাদাত হোসেন দিপু ৫০(৪১), স্টেভি এসকিনাজিব ৪৬ (২৯)
তাসকিন আহমেদ ৭/১৯
দ্বিতীয় ইনিংসঃ
দুর্বার রাজশাহীঃ ১৭৯/৩, ১৮.১ অভার।
নামুল হক বিজয় ৭৩(৪৬), রায়ান বরুল ৫৫(৩৩)
মোস্তাফিজুর রহমান ১/৪২
ফলাফলঃ দুর্বার রাজশাহী ৭ উইকেটে জয়ী