০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 112

ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসটি উল্টে গেলে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাময়িকভাবে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বাসটিকে উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সাইনবোর্ড, স্পিড ব্রেকার বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে যাত্রী নিরাপত্তা এবং চালকদের সচেতনতা বিষয়ে প্রশ্ন তুলে দিলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসটি উল্টে গেলে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাময়িকভাবে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বাসটিকে উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সাইনবোর্ড, স্পিড ব্রেকার বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে যাত্রী নিরাপত্তা এবং চালকদের সচেতনতা বিষয়ে প্রশ্ন তুলে দিলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে স্থানীয় প্রশাসন।