ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনাজপুরে লিচুর ফুলে মধু উৎপাদনে বিপ্লব, আয় ১২০ কোটি টাকার বেশি শেখ হাসিনার ফেরার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, কঠোর নজরদারিতে থাকবে উৎসব: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্তের পথে: সিইসি হজযাত্রী নিয়ে অনিশ্চয়তা: ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারি এজেন্সিগুলোর প্রতি বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বসানো উচিত হয়নি – মন্তব্য নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদের ব্যাংকিং খাতে প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের যুগান্তকারী চুক্তি টেকনাফ উপকূলে আরাকান আর্মির দাপট: ট্রলারসহ ১১ জেলে অপহৃত মহাকাশ অভিযানে নতুন অধ্যায়: নাসার আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশের চুক্তি সই কিছু মহল অধ্যাপক ইউনূসকে জোরপূর্বক আরও ৫ বছর ক্ষমতায় রাখতে চায়: মাহমুদুর রহমান মান্না

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসটি উল্টে গেলে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাময়িকভাবে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বাসটিকে উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সাইনবোর্ড, স্পিড ব্রেকার বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে যাত্রী নিরাপত্তা এবং চালকদের সচেতনতা বিষয়ে প্রশ্ন তুলে দিলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসটি উল্টে গেলে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাময়িকভাবে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বাসটিকে উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সাইনবোর্ড, স্পিড ব্রেকার বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে যাত্রী নিরাপত্তা এবং চালকদের সচেতনতা বিষয়ে প্রশ্ন তুলে দিলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে স্থানীয় প্রশাসন।