ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নাইজার মরক্কোর সাথে সকল গোয়েন্দা সহযোগিতা স্থগিত করেছে নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে: মির্জা ফখরুল সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া সিরিয়ার ব্যাংক আবারও যুক্ত হলো আন্তর্জাতিক অর্থ-ব্যবস্থার সাথে ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি: ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র সঙ্কট ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক ইউরোপের যৌথ যুদ্ধবিমান প্রকল্পে নেতৃত্ব চাই ফ্রান্সের একার হাতে ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ

মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 48

ছবি: সংগৃহীত

 

ধর্ম বিষয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমানে পরিস্থিতি অনুকূল না হলেও সরকারের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা পরিদর্শন ও হজরত শাহচান্দ আউলিয়ার মাজার জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “চারদিকের পরিবেশ আমাদের পক্ষে না থাকলেও আমরা থেমে নেই। মুজাহিদদের কাফেলার মতো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কে কী বলল, তা আমাদের গায়ে লাগে না। আমরা কাজ করে যাব।”

মাদরাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি অতি আধুনিকতার বিরুদ্ধে। মাদরাসা থেকেই আলেম-ওলামা, বুজুর্গ, মোহাদ্দেস ও মোফাচ্ছির তৈরি হয়। এসব না হলে একদিন মাদরাসাগুলো স্কুল-কলেজে রূপান্তরিত হয়ে যাবে। মাদরাসা টিকে আছে বলেই আমরা টুপি পরি, দাড়ি রাখি, আজান শুনে মসজিদে ছুটে যাই। মাদরাসাকে বাঁচিয়ে রাখতেই হবে।”

তিনি আরও বলেন, “আমরা আরবি ভাষার ওপর গুরুত্ব দিচ্ছি। যে আরবি ও ইংরেজি জানবে, সে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারবে। আমরা চাই, মাদরাসা থেকে উচ্চমানের আলেম-ওলামা বেরিয়ে আসুক। আল্লাহর রহমতে এই মাদরাসাগুলোই সমাজ, রাষ্ট্র ও এলাকা বদলে দিতে পারে। আলেমের সম্মান, কোরআন ও হাদিসের বাণী ছড়িয়ে দিতে হবে। আমাদের ঐতিহ্য রক্ষায় সতর্ক থাকতে হবে।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “আমি নিজে ঘুষ খাই না। আমার সামনে কেউ ঘুষ নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। তাকে বদলি করে দেব, সে যত বড়ই হোক না কেন। আজ আমাদের সমাজে নৈতিকতার অভাব চরমে পৌঁছেছে একজন চা দোকানদার দেরিতে চা দিলে মার খায়, চাঁদা না দিলে পাথর দিয়ে মারা হয়। এত ওয়াজ-নসিহতের পরও আমাদের মোরালিটি উন্নত হচ্ছে না। আসুন, আমি নিজে আগে ভালো হই, এরপর প্রিন্সিপাল, ইউএনও, সবাই ভালো হবে। সমাজ একদিন ঠিক হয়ে যাবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোজাফফর আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

ধর্ম বিষয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমানে পরিস্থিতি অনুকূল না হলেও সরকারের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা পরিদর্শন ও হজরত শাহচান্দ আউলিয়ার মাজার জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “চারদিকের পরিবেশ আমাদের পক্ষে না থাকলেও আমরা থেমে নেই। মুজাহিদদের কাফেলার মতো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কে কী বলল, তা আমাদের গায়ে লাগে না। আমরা কাজ করে যাব।”

মাদরাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি অতি আধুনিকতার বিরুদ্ধে। মাদরাসা থেকেই আলেম-ওলামা, বুজুর্গ, মোহাদ্দেস ও মোফাচ্ছির তৈরি হয়। এসব না হলে একদিন মাদরাসাগুলো স্কুল-কলেজে রূপান্তরিত হয়ে যাবে। মাদরাসা টিকে আছে বলেই আমরা টুপি পরি, দাড়ি রাখি, আজান শুনে মসজিদে ছুটে যাই। মাদরাসাকে বাঁচিয়ে রাখতেই হবে।”

তিনি আরও বলেন, “আমরা আরবি ভাষার ওপর গুরুত্ব দিচ্ছি। যে আরবি ও ইংরেজি জানবে, সে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারবে। আমরা চাই, মাদরাসা থেকে উচ্চমানের আলেম-ওলামা বেরিয়ে আসুক। আল্লাহর রহমতে এই মাদরাসাগুলোই সমাজ, রাষ্ট্র ও এলাকা বদলে দিতে পারে। আলেমের সম্মান, কোরআন ও হাদিসের বাণী ছড়িয়ে দিতে হবে। আমাদের ঐতিহ্য রক্ষায় সতর্ক থাকতে হবে।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “আমি নিজে ঘুষ খাই না। আমার সামনে কেউ ঘুষ নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। তাকে বদলি করে দেব, সে যত বড়ই হোক না কেন। আজ আমাদের সমাজে নৈতিকতার অভাব চরমে পৌঁছেছে একজন চা দোকানদার দেরিতে চা দিলে মার খায়, চাঁদা না দিলে পাথর দিয়ে মারা হয়। এত ওয়াজ-নসিহতের পরও আমাদের মোরালিটি উন্নত হচ্ছে না। আসুন, আমি নিজে আগে ভালো হই, এরপর প্রিন্সিপাল, ইউএনও, সবাই ভালো হবে। সমাজ একদিন ঠিক হয়ে যাবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোজাফফর আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান।