ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

বিএনপির নেতাদের সতর্কতার আহ্বান, ব্যক্তিগত লোভের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পরামর্শ কাদের গনি চৌধুরীর

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী দলের নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগত লোভের প্রভাবে দলের মর্যাদা ও দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সরকার যে কৌশলে ষড়যন্ত্র করেছে, এখন সেই একই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে। কারণ, বিএনপি দেশের বৃহত্তম এবং জননন্দিত রাজনৈতিক দল।’’

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী আরও বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ আমরা একটি সুন্দর সময়ের মুখোমুখি। যদিও ভোটাধিকার এখনো পুরোপুরি ফিরে পাইনি, তবে গুম-খুনের ভয় এখন আগের মতো নেই। এটি আমাদের এক অর্জন। ১৯৭৫ সালের জুলাই বিপ্লব এবং তার আগে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের পর আমরা যে সময় পেয়েছি, সেই সময় যেন আমাদের ভুল, বাড়াবাড়ি কিংবা লোভের কারণে নষ্ট না হয় সে জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে।’’

তিনি যোগ করেন, ‘‘আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শ ছিল সততা, দেশপ্রেম, কর্মনিষ্ঠা এবং পরিশ্রম। কিন্তু এখন কিছু মানুষ অন্য পথে হাঁটছেন, বিভিন্ন ধরনের লুটপাটের দিকে চলে যাচ্ছেন। এসব কিছুই জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে যায় না। আমরা যদি তার আদর্শ অনুসরণ করি, তবে আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেশপ্রেম, সততা ও পরিশ্রমের মূলমন্ত্র বজায় রাখতে হবে।’’

কাদের গনি চৌধুরী সর্বশেষ বলেন, ‘‘বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থের জন্য কাজ করবে, এবং অন্য কোনো দেশের দালালি করবে না। আমাদের রাজনীতি হবে দেশের জন্য, দেশের জনগণের জন্য।’’

এ বক্তব্যে তিনি দলের নেতা-কর্মীদের মধ্যে আরও ঐক্য ও সঠিক পথে চলার আহ্বান জানান, যাতে দেশ ও জনগণের স্বার্থের ক্ষতি না হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

বিএনপির নেতাদের সতর্কতার আহ্বান, ব্যক্তিগত লোভের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পরামর্শ কাদের গনি চৌধুরীর

আপডেট সময় ০১:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী দলের নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগত লোভের প্রভাবে দলের মর্যাদা ও দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সরকার যে কৌশলে ষড়যন্ত্র করেছে, এখন সেই একই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে। কারণ, বিএনপি দেশের বৃহত্তম এবং জননন্দিত রাজনৈতিক দল।’’

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী আরও বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ আমরা একটি সুন্দর সময়ের মুখোমুখি। যদিও ভোটাধিকার এখনো পুরোপুরি ফিরে পাইনি, তবে গুম-খুনের ভয় এখন আগের মতো নেই। এটি আমাদের এক অর্জন। ১৯৭৫ সালের জুলাই বিপ্লব এবং তার আগে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের পর আমরা যে সময় পেয়েছি, সেই সময় যেন আমাদের ভুল, বাড়াবাড়ি কিংবা লোভের কারণে নষ্ট না হয় সে জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে।’’

তিনি যোগ করেন, ‘‘আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শ ছিল সততা, দেশপ্রেম, কর্মনিষ্ঠা এবং পরিশ্রম। কিন্তু এখন কিছু মানুষ অন্য পথে হাঁটছেন, বিভিন্ন ধরনের লুটপাটের দিকে চলে যাচ্ছেন। এসব কিছুই জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে যায় না। আমরা যদি তার আদর্শ অনুসরণ করি, তবে আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেশপ্রেম, সততা ও পরিশ্রমের মূলমন্ত্র বজায় রাখতে হবে।’’

কাদের গনি চৌধুরী সর্বশেষ বলেন, ‘‘বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থের জন্য কাজ করবে, এবং অন্য কোনো দেশের দালালি করবে না। আমাদের রাজনীতি হবে দেশের জন্য, দেশের জনগণের জন্য।’’

এ বক্তব্যে তিনি দলের নেতা-কর্মীদের মধ্যে আরও ঐক্য ও সঠিক পথে চলার আহ্বান জানান, যাতে দেশ ও জনগণের স্বার্থের ক্ষতি না হয়।