ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বিচার বিভাগ সংস্কার: অভিজ্ঞতার ভিত্তিতেই হবে প্রধান বিচারপতি নির্বাচন, বিচার বিভাগ সংস্কারে গুরুত্বপূর্ণ সুপারিশ ভ্যাট অব্যাহতির নতুন ঘোষণা: তেল ও এলপি গ্যাসসহ যেসব পণ্যের ভ্যাট বাতিল করল এনবিআর পাহাড়ে সরিষা ফুলের মধুর ব্যাপক ফলন, টেকনাফের চাকমা কৃষকদের সাফল্য তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত ট্রুডোর, রাশিয়ার তির্যক প্রতিক্রিয়া মেসিদের দারুণ প্রত্যাবর্তন: ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য প্রস্তুতি বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশ প্রতিনিধি দল: নতুন আলোচনা শুরু কলকাতায় খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস, আপিল বিভাগের রায় ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’ মুম্বাইয়ে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা, পরিকল্পনায় রয়েছে কারখানাও

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি সোমবার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হোসাইন এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সাজা থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এবং দুদক। তখনই ২ মার্চ আপিলের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

২০১৮ সালের অক্টোবর মাসে খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য তিন আসামিকেও সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ওই সময় কাকরাইলে ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করারও আদেশ দেয়। তবে, গত ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে এ মামলায় খালাস প্রদান করেন।

এখন আপিল বিভাগের সামনে রায়ের চূড়ান্ত পরিণতি নির্ধারণ হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি সোমবার

আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হোসাইন এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সাজা থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এবং দুদক। তখনই ২ মার্চ আপিলের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

২০১৮ সালের অক্টোবর মাসে খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য তিন আসামিকেও সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ওই সময় কাকরাইলে ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করারও আদেশ দেয়। তবে, গত ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে এ মামলায় খালাস প্রদান করেন।

এখন আপিল বিভাগের সামনে রায়ের চূড়ান্ত পরিণতি নির্ধারণ হবে।