০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি সোমবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 94

ছবি সংগৃহীত

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হোসাইন এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সাজা থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এবং দুদক। তখনই ২ মার্চ আপিলের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

২০১৮ সালের অক্টোবর মাসে খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য তিন আসামিকেও সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ওই সময় কাকরাইলে ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করারও আদেশ দেয়। তবে, গত ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে এ মামলায় খালাস প্রদান করেন।

এখন আপিল বিভাগের সামনে রায়ের চূড়ান্ত পরিণতি নির্ধারণ হবে।

 

নিউজটি শেয়ার করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি সোমবার

আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হোসাইন এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সাজা থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এবং দুদক। তখনই ২ মার্চ আপিলের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

২০১৮ সালের অক্টোবর মাসে খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য তিন আসামিকেও সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ওই সময় কাকরাইলে ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করারও আদেশ দেয়। তবে, গত ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে এ মামলায় খালাস প্রদান করেন।

এখন আপিল বিভাগের সামনে রায়ের চূড়ান্ত পরিণতি নির্ধারণ হবে।