০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা, আহত আরো ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 79

ছবি সংগৃহীত

 

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভীমগঞ্জ বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরো দুজন সোহাগ (৩৫) ও রাহুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যা স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বাদলসহ তিনজন মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ নূরে আলম ও কৃষক লীগ নেতা লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে কুপিয়ে বাদলসহ তিনজনকে গুরুতর আহত করে। এরপর তারা পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেরপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে বাদল ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকা যাওয়ার পথে উত্তরা এলাকায় বাদল মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা, আহত আরো ৩

আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভীমগঞ্জ বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরো দুজন সোহাগ (৩৫) ও রাহুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যা স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বাদলসহ তিনজন মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ নূরে আলম ও কৃষক লীগ নেতা লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে কুপিয়ে বাদলসহ তিনজনকে গুরুতর আহত করে। এরপর তারা পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেরপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে বাদল ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকা যাওয়ার পথে উত্তরা এলাকায় বাদল মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।