ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বৈঠকে অসমাপ্ত আলোচনা: ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক দ্বন্দ্ব এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না, আর বিএনপিও তা হতে দেবে না। তিনি অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। আমাদের দলকে ভাঙার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। আওয়ামী লীগ সরকার দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেই আওয়ামী লীগ এখন দেশজুড়ে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করছে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু দল জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায়, কিন্তু বিএনপি সেটি হতে দেবে না। তিনি বলেন, “আমরা চাই, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হোক। কিন্তু বর্তমান সরকার সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান আজাদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান, সাবেক সংসদ সদস্য ডা. সালাহ উদ্দিন বাবু ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:১৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না, আর বিএনপিও তা হতে দেবে না। তিনি অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। আমাদের দলকে ভাঙার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। আওয়ামী লীগ সরকার দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেই আওয়ামী লীগ এখন দেশজুড়ে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করছে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু দল জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায়, কিন্তু বিএনপি সেটি হতে দেবে না। তিনি বলেন, “আমরা চাই, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হোক। কিন্তু বর্তমান সরকার সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান আজাদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান, সাবেক সংসদ সদস্য ডা. সালাহ উদ্দিন বাবু ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অন্যান্য নেতারা।