ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন, বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যা বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত শোনার পাশাপাশি কমিশনের দিকনির্দেশনা তুলে ধরবেন।

বিএনপি সূত্র জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও আমন্ত্রণ পেয়েছেন এবং উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলোই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। এই সংলাপ পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে চলবে।

এর আগে, গত বুধবার সরকার সংস্কার কমিশনের ছয় চেয়ারম্যানকে নিয়ে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান।

কমিশনের উদ্দেশ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন, বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যা বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত শোনার পাশাপাশি কমিশনের দিকনির্দেশনা তুলে ধরবেন।

বিএনপি সূত্র জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও আমন্ত্রণ পেয়েছেন এবং উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলোই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। এই সংলাপ পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে চলবে।

এর আগে, গত বুধবার সরকার সংস্কার কমিশনের ছয় চেয়ারম্যানকে নিয়ে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান।

কমিশনের উদ্দেশ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে বলে জানা গেছে।