ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ইদ/রোজা হয় কেন? বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু যুক্তরাষ্ট্রের সামগ্রিক সহায়তা বন্ধের হুমকি, সংকটে ইউক্রেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের লবিং: সিরিয়াকে দুর্বল ও বিভক্ত রাখার নতুন কৌশল অবলম্বন সীমাহীন জ্বালানির সন্ধানে চীনের যুগান্তকারী আবিষ্কার! চলবে ৬০ হাজার বছর সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিজিবি প্রধানের শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর উত্তরাখণ্ডে তুষারধসের আঘাতে নিহত ৪, এখনো নিখোঁজ ৫ – উদ্ধার অভিযানে হেলিকপ্টার ডিজেল-কেরোসিন ও পেট্রল-অকটেনের মূল্য পুনঃনির্ধারণ করে সরকারী প্রজ্ঞাপন জারি মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন, বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যা বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত শোনার পাশাপাশি কমিশনের দিকনির্দেশনা তুলে ধরবেন।

বিএনপি সূত্র জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও আমন্ত্রণ পেয়েছেন এবং উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলোই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। এই সংলাপ পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে চলবে।

এর আগে, গত বুধবার সরকার সংস্কার কমিশনের ছয় চেয়ারম্যানকে নিয়ে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান।

কমিশনের উদ্দেশ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন, বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যা বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত শোনার পাশাপাশি কমিশনের দিকনির্দেশনা তুলে ধরবেন।

বিএনপি সূত্র জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও আমন্ত্রণ পেয়েছেন এবং উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলোই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। এই সংলাপ পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে চলবে।

এর আগে, গত বুধবার সরকার সংস্কার কমিশনের ছয় চেয়ারম্যানকে নিয়ে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান।

কমিশনের উদ্দেশ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে বলে জানা গেছে।