১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 169

ছবি সংগৃহীত

 

 

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগস্থলে প্রতিবাদ সমাবেশ ডাকেন দলের অন্য একটি অংশ। গতকাল শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, পারভেজ মল্লিকের জনসংযোগ ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব ঘাট বন্ধ ছিল, তবে ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের মতে, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনেই খুলনা-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। মিন্টু মোল্লা হেলালকে খুশি করতে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে সাইফুর রহমান মিন্টু মোল্লা বলেন, “বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে পথের বাজারে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। আমরা আগে এ কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে একটি পক্ষ সেখানে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে।”

বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, “নির্বাচনী জনসংযোগ নয়, বিএনপির ৩১ দফা প্রচার করতে পথের বাজারে আমার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেটি বানচাল করতে পরিকল্পিতভাবে সেখানে সমাবেশ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক।” বিষয়টি তিনি বিএনপির সদস্য সচিবকে জানিয়েছেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “দুই পক্ষ একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।”

নিউজটি শেয়ার করুন

বিএনপির দুই গ্রুপের বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ১১:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

 

 

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগস্থলে প্রতিবাদ সমাবেশ ডাকেন দলের অন্য একটি অংশ। গতকাল শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, পারভেজ মল্লিকের জনসংযোগ ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিয়ায় প্রবেশের সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব ঘাট বন্ধ ছিল, তবে ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের মতে, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনেই খুলনা-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। মিন্টু মোল্লা হেলালকে খুশি করতে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে সাইফুর রহমান মিন্টু মোল্লা বলেন, “বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে পথের বাজারে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। আমরা আগে এ কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে একটি পক্ষ সেখানে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে।”

বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, “নির্বাচনী জনসংযোগ নয়, বিএনপির ৩১ দফা প্রচার করতে পথের বাজারে আমার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেটি বানচাল করতে পরিকল্পিতভাবে সেখানে সমাবেশ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক।” বিষয়টি তিনি বিএনপির সদস্য সচিবকে জানিয়েছেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “দুই পক্ষ একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।”