জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

- আপডেট সময় ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 3
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সার্জারি সম্পন্ন হয়। জামায়াতে আমিরের পিএস নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।
এর আগে, এ দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অপারেশন থিয়োটারে নেওয়া হয় তাকে। এরপর সাড়ে ৭টার দিকে তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। সাড়ে ১২টার দিকে অপারেশন শেষ হয়।
এদিকে ডা. শফিকুর রহমানের চিকিৎসা কাজে নিয়োজিত মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামান বলেন, জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি ভালো আছেন। তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের পর তার চিকিৎসার আপডেট জানানো হবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।