আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী

- আপডেট সময় ০৫:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 5
ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো আশানুরূপ উন্নতি হয়নি। বর্তমান নির্বাচন কমিশন সাংবিধানিক অধিকার দিয়ে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা নেবে বলে প্রত্যাশা করছি।
রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে ২০২৪ সালের দলের আয়-ব্যয়ের ‘অডিট রিপোর্ট’ জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন,শেখ হাসিনার সরকারের সময় তৎকালে মেরুদণ্ড হীন, চাকরি লোভী লোকদের দিয়ে ইসি গঠন করা হয়েছিল। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। দেশের মানুষের প্রত্যাশা, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অবাধ সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যাবতীয় কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোট বানচালের শঙ্কা বা নির্বাচন সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেই দোসররাতো বসে নেই। তারা নানাভাবে নানান কায়দায় চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যাতে নির্বাচনবিরোধী কোনো শক্তি চক্রান্ত না করতে পারে। আর এটা দেখার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তারা সে কাজটি করবেন।