কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ১২:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 4
জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), রেজি. নং: খুলনা-২০৬৯-এর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়া শহরের চিলিস রেস্টুরেন্টে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল রাজ্জাক বাচ্চু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এমএ জিহাদ, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান এবং নির্বাহী সদস্য হায়দার আলী।
সভায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার ও সাংবাদিকদের সম্মাননা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়। একইসঙ্গে সদস্যদের ১ আগস্ট থেকে ৩০ আগস্টের মধ্যে চাঁদা পরিশোধের জন্য আহ্বান জানানো হয়।
এছাড়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবুকে নাগরিক টেলিভিশনে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। সাধারণ সভা ও ইউনিয়নের নির্বাচন নিয়ে সম্ভাব্য তারিখও সভায় নির্ধারণ করা হয়।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কুষ্টিয়ার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত, দক্ষ ও পেশাদারভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।