ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ এক দশক পর চালু হলো ইরাকের মসুল বিমানবন্দর ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১, নিখোঁজ ও আহত বহু রংপুরে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২ পীরগাছায় বজ্রাঘাতে শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৫ অভিবাসী কর্মী ইন্টারনেট গতিতে নতুন বিশ্বরেকর্ড গড়ল জাপান: সেকেন্ডে স্থানান্তর ১২৫ পেটাবাইট ডেটা জাতীয় নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে: রিজভী সিরিয়ায় পাঁচ দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বেড়ে ৩৫০ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ এনসিপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ দেশের অন্যান্য স্থানে পূর্বঘোষিত পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে ওই দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ দুটি জেলার নতুন তারিখ জানানো হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সারা দেশে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জ সফর ছিল পূর্বপরিকল্পিত। যথাযথভাবে প্রশাসনকে অবহিত করে এবং নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়েই সেখানে যাত্রা করা হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মুজিববাদী গোষ্ঠী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তিনি বলেন, “গোপালগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে এনসিপি প্রমাণ করেছে আওয়ামী লীগ ছাড়া অন্য দলও সেখানে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু এ সাফল্যই তাদের সহ্য হয়নি। সমাবেশ শুরুর আগেই, এমনকি শেষে দফায় দফায় আমাদের ওপর হামলা চালানো হয়।”

নাহিদ ইসলাম দাবি করেন, হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সংঘটিত হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর কেন্দ্রীয় নেতারা তাৎক্ষণিকভাবে খুলনায় এসে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টি তুলে ধরেন। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ এনসিপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ দেশের অন্যান্য স্থানে পূর্বঘোষিত পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে ওই দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ দুটি জেলার নতুন তারিখ জানানো হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সারা দেশে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জ সফর ছিল পূর্বপরিকল্পিত। যথাযথভাবে প্রশাসনকে অবহিত করে এবং নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়েই সেখানে যাত্রা করা হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মুজিববাদী গোষ্ঠী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তিনি বলেন, “গোপালগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে এনসিপি প্রমাণ করেছে আওয়ামী লীগ ছাড়া অন্য দলও সেখানে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু এ সাফল্যই তাদের সহ্য হয়নি। সমাবেশ শুরুর আগেই, এমনকি শেষে দফায় দফায় আমাদের ওপর হামলা চালানো হয়।”

নাহিদ ইসলাম দাবি করেন, হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সংঘটিত হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর কেন্দ্রীয় নেতারা তাৎক্ষণিকভাবে খুলনায় এসে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টি তুলে ধরেন। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি।