যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি

- আপডেট সময় ০৪:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 5
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। ইতোমধ্যে কার্যক্রম শুরুর প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছি। জনবল নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করার কাজ চলছে।”
তিনি আরও জানান, আগে কেবল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কার্যক্রম পরিচালনার অনুমতি থাকলেও এবার ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ অন্যান্য কনস্যুলেট অফিসেও কার্যক্রম পরিচালনার অনুমতি পাওয়া গেছে। নিউইয়র্কে সবচেয়ে বেশি প্রবাসী বাঙালি বসবাস করায় সেখানকার আগ্রহও বেশি বলে জানান তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায়ও প্রবাসীদের এনআইডি প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৯টি দেশে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটারের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করার লিখিত সম্মতি দেয়। এর আগে নির্বাচন কমিশন বিশ্বের ৪০টি দেশে প্রবাসীদের জন্য এ কার্যক্রম চালুর পরিকল্পনা নেয়।
ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, স্পেন, তুরস্ক, রাশিয়া, নেদারল্যান্ড, বেলজিয়াম, সাইপ্রাসসহ ৩১টি দেশে কার্যক্রম শুরুর প্রস্তুতি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব দেশের জন্যও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়েছে।
সূত্র: বাসস
যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। ইতোমধ্যে কার্যক্রম শুরুর প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছি। জনবল নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করার কাজ চলছে।”
তিনি আরও জানান, আগে কেবল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কার্যক্রম পরিচালনার অনুমতি থাকলেও এবার ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ অন্যান্য কনস্যুলেট অফিসেও কার্যক্রম পরিচালনার অনুমতি পাওয়া গেছে। নিউইয়র্কে সবচেয়ে বেশি প্রবাসী বাঙালি বসবাস করায় সেখানকার আগ্রহও বেশি বলে জানান তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায়ও প্রবাসীদের এনআইডি প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৯টি দেশে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটারের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করার লিখিত সম্মতি দেয়। এর আগে নির্বাচন কমিশন বিশ্বের ৪০টি দেশে প্রবাসীদের জন্য এ কার্যক্রম চালুর পরিকল্পনা নেয়।
ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, স্পেন, তুরস্ক, রাশিয়া, নেদারল্যান্ড, বেলজিয়াম, সাইপ্রাসসহ ৩১টি দেশে কার্যক্রম শুরুর প্রস্তুতি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব দেশের জন্যও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়েছে।
সূত্র: বাসস