বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

- আপডেট সময় ০৭:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 1
বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বারবার ধ্বংসস্তূপের মধ্য থেকেও বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে।
রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি বহুবার প্রমাণ করেছে, ধ্বংসের মুখ থেকেও ঘুরে দাঁড়াতে জানে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর অনেকে ভেবেছিল বিএনপির অস্তিত্ব আর থাকবে না। কিন্তু সেই বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আবার জেগে উঠেছে, ছাত্রনেতা, যুবনেতাদের শক্তি নিয়ে নতুনভাবে সংগঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, এর পেছনে রয়েছে সুপরিকল্পিত চক্রান্ত। এই চক্রান্তের মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া।”
ফখরুল বলেন, “আমরা দেখতে পাচ্ছি, মিথ্যা মামলা, গুম, গ্রেপ্তার আর গণতন্ত্রহীন পরিবেশের মধ্য দিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার এক পরিকল্পিত প্রচেষ্টা চলছে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে—বিএনপি কখনো মাথা নত করেনি, বরং প্রতিকূল সময়েই এ দল সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে।”
তিনি বইটির বিষয়ে বলেন, “এই বইটি শুধু তারেক রহমানের ব্যক্তি পরিচিতি নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে তার নেতৃত্ব, দর্শন ও ভবিষ্যতের সম্ভাবনার একটি দলিল। তারেক রহমান এখন শুধু একজন রাজনীতিক নন, তিনি জাতির আশা।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, লেখক, গবেষক ও দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী দিনগুলোতে নতুন নেতৃত্ব, নতুন প্রজন্ম এবং জনগণের শক্তিকে সাথে নিয়ে বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিজয়ী হবে।”