১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।”

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন না হলে আমাদের যুবসমাজের কর্মসংস্থান কমে যাবে, মা-মেয়েদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মব জাস্টিস বাড়বে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করুন। শত্রুরা আমাদের আটকাতে চায়, বিলম্ব ঘটাতে চায়, বাঁধা দেবে এসব পেরিয়ে আমাদের সামনে এগোতে হবে।”

বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান থাকবে, দেশের অর্থনীতি মজবুত হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। এই ৩১ দফার মধ্যেই রয়েছে দেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন, যা জাতিকে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, “আমরা কি চিরকাল পেছনে থাকব? আমরা কি মাথা নিচু করে চলব? না, আমরা সামনে এগোতে চাই। আমাদের ছেলেরা এখন প্রস্তুত। বিএনপিকেই সেই দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া যেটি এগিয়ে নিয়েছেন, আর বর্তমানে তারেক রহমান যেভাবে তা দেখাচ্ছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।”

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন না হলে আমাদের যুবসমাজের কর্মসংস্থান কমে যাবে, মা-মেয়েদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মব জাস্টিস বাড়বে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করুন। শত্রুরা আমাদের আটকাতে চায়, বিলম্ব ঘটাতে চায়, বাঁধা দেবে এসব পেরিয়ে আমাদের সামনে এগোতে হবে।”

বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান থাকবে, দেশের অর্থনীতি মজবুত হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। এই ৩১ দফার মধ্যেই রয়েছে দেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন, যা জাতিকে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, “আমরা কি চিরকাল পেছনে থাকব? আমরা কি মাথা নিচু করে চলব? না, আমরা সামনে এগোতে চাই। আমাদের ছেলেরা এখন প্রস্তুত। বিএনপিকেই সেই দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া যেটি এগিয়ে নিয়েছেন, আর বর্তমানে তারেক রহমান যেভাবে তা দেখাচ্ছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।