ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 0

ছবি সংগৃহীত

 

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।”

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন না হলে আমাদের যুবসমাজের কর্মসংস্থান কমে যাবে, মা-মেয়েদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মব জাস্টিস বাড়বে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করুন। শত্রুরা আমাদের আটকাতে চায়, বিলম্ব ঘটাতে চায়, বাঁধা দেবে এসব পেরিয়ে আমাদের সামনে এগোতে হবে।”

বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান থাকবে, দেশের অর্থনীতি মজবুত হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। এই ৩১ দফার মধ্যেই রয়েছে দেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন, যা জাতিকে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, “আমরা কি চিরকাল পেছনে থাকব? আমরা কি মাথা নিচু করে চলব? না, আমরা সামনে এগোতে চাই। আমাদের ছেলেরা এখন প্রস্তুত। বিএনপিকেই সেই দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া যেটি এগিয়ে নিয়েছেন, আর বর্তমানে তারেক রহমান যেভাবে তা দেখাচ্ছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে বিনিয়োগ আসবে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।”

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন না হলে আমাদের যুবসমাজের কর্মসংস্থান কমে যাবে, মা-মেয়েদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মব জাস্টিস বাড়বে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করুন। শত্রুরা আমাদের আটকাতে চায়, বিলম্ব ঘটাতে চায়, বাঁধা দেবে এসব পেরিয়ে আমাদের সামনে এগোতে হবে।”

বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান থাকবে, দেশের অর্থনীতি মজবুত হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। এই ৩১ দফার মধ্যেই রয়েছে দেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন, যা জাতিকে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, “আমরা কি চিরকাল পেছনে থাকব? আমরা কি মাথা নিচু করে চলব? না, আমরা সামনে এগোতে চাই। আমাদের ছেলেরা এখন প্রস্তুত। বিএনপিকেই সেই দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া যেটি এগিয়ে নিয়েছেন, আর বর্তমানে তারেক রহমান যেভাবে তা দেখাচ্ছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।