ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

পবিত্র আশুরা মুসলিমদের জন্য গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

পবিত্র ১০ মহররম মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। দিনটিকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন, আশুরা শুধু বেদনাদায়ক স্মৃতিই নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অমর শিক্ষা।

শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, পবিত্র আশুরার এ দিনে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। তাঁর এ আত্মত্যাগ জাগতিক অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত, যা যুগে যুগে মুসলমান ও সমগ্র বিশ্ববাসীকে সাহস যোগায়।

তারেক রহমান বলেন, ইমাম হোসেন (রা.) যে ত্যাগ ও সংগ্রাম করেছেন, তা মানুষের মানবিক মর্যাদা, ন্যায়বিচার, তাকওয়া ও সৃষ্টিকর্তা-নির্ভর সত্যের প্রতি আস্থার অনন্য উদাহরণ হয়ে আছে। ক্ষমতার মোহে অন্ধ যারা ন্যায় ও মানবতাকে পদদলিত করে, তাঁদের বিরুদ্ধেই ইমাম হোসেন (রা.) জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি বলেন, কারবালার শহীদদের আত্মদানের অনুপ্রেরণায় যুগে যুগে মজলুম মানুষ অত্যাচারীর কবল থেকে মুক্তির জন্য লড়াই করে এসেছে এবং আগামীতেও এ প্রেরণা অক্ষুণ্ণ থাকবে।

বিবৃতিতে তারেক রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে বলেন, গত ১৬ বছরে আওয়ামী শাসন ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, অর্থপাচারসহ দেশে শোষণ-জুলুমের রাজত্ব কায়েম হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

তারেক রহমান বলেন, আওয়ামী নেতৃত্বের এই নিপীড়ন ইজিদের সৈন্যবাহিনীর ন্যায় নিষ্ঠুর ও পৈশাচিক। তাই ইমাম হোসেন (রা.) এর আত্মত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কোনো নতুন অত্যাচারী শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে কারবালার শিক্ষা আমাদের শক্তি জোগাবে।

শেষে তিনি শহীদ ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার-সঙ্গীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

পবিত্র আশুরা মুসলিমদের জন্য গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন: তারেক রহমান

আপডেট সময় ০৬:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

পবিত্র ১০ মহররম মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। দিনটিকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন, আশুরা শুধু বেদনাদায়ক স্মৃতিই নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অমর শিক্ষা।

শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, পবিত্র আশুরার এ দিনে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। তাঁর এ আত্মত্যাগ জাগতিক অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত, যা যুগে যুগে মুসলমান ও সমগ্র বিশ্ববাসীকে সাহস যোগায়।

তারেক রহমান বলেন, ইমাম হোসেন (রা.) যে ত্যাগ ও সংগ্রাম করেছেন, তা মানুষের মানবিক মর্যাদা, ন্যায়বিচার, তাকওয়া ও সৃষ্টিকর্তা-নির্ভর সত্যের প্রতি আস্থার অনন্য উদাহরণ হয়ে আছে। ক্ষমতার মোহে অন্ধ যারা ন্যায় ও মানবতাকে পদদলিত করে, তাঁদের বিরুদ্ধেই ইমাম হোসেন (রা.) জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি বলেন, কারবালার শহীদদের আত্মদানের অনুপ্রেরণায় যুগে যুগে মজলুম মানুষ অত্যাচারীর কবল থেকে মুক্তির জন্য লড়াই করে এসেছে এবং আগামীতেও এ প্রেরণা অক্ষুণ্ণ থাকবে।

বিবৃতিতে তারেক রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে বলেন, গত ১৬ বছরে আওয়ামী শাসন ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, অর্থপাচারসহ দেশে শোষণ-জুলুমের রাজত্ব কায়েম হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

তারেক রহমান বলেন, আওয়ামী নেতৃত্বের এই নিপীড়ন ইজিদের সৈন্যবাহিনীর ন্যায় নিষ্ঠুর ও পৈশাচিক। তাই ইমাম হোসেন (রা.) এর আত্মত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কোনো নতুন অত্যাচারী শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে কারবালার শিক্ষা আমাদের শক্তি জোগাবে।

শেষে তিনি শহীদ ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার-সঙ্গীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।