ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ল, উৎপাদন শুরু নিয়ে অনিশ্চয়তা ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন শেরপুরের কাটাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে বন্য হাতির মৃত্যু, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা নওগাঁর রায়হান আলম: আমচাষে নবজাগরণ ঘটানো এক সাহসী কৃষক গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই : ট্রাম্প কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার: দুই দিন পর মামলা দায়ের, গ্রেপ্তার ২ জন লোহাগড়ায় একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম তুরস্কে জুলাইয়ে বিরল তুষারপাত, অন্যদিকে দাবানলে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না: সচিবের হুঁশিয়ারি

রাজনীতির আকাশে কালো মেঘ, কিন্তু মুক্তির সূর্য উঠবেই: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ জুলাই) ফেনীর একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখা সম্ভব নয়। ইনশাআল্লাহ, বাংলাদেশে মুক্তির সূর্য অচিরেই উদিত হবে।”

পথসভায় তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে যুবকরা রক্ত দিয়ে দেশকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, তাদের সেই ত্যাগের মূল্য আমরা যথাযথভাবে পরিশোধ করতে চাই। তাদের রক্ত যেন বারবার না দিতে হয়, সেটি নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “নতুন-পুরাতন কোনো ফ্যাসিবাদ আমরা মানি না। আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কোরআন বুকে নিয়ে লড়াই করব এবং ইনশাআল্লাহ বিজয়ী হব। সবাইকে সেই লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।”

বর্তমান সময়ে রাজনীতির নামে নানা অপকর্ম ঘটছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেসব দল এসব অপকর্ম করছে, তাদের বলছি সাবধান হোন, নিজেদের শোধরান, নইলে জনগণই আপনাদের জবাব দেবে।”

এর আগে জামায়াতের আমির কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা এবং আলেখারচর বিশ্বরোড এলাকায় আরও কয়েকটি পথসভায় বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতের প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

রাজনীতির আকাশে কালো মেঘ, কিন্তু মুক্তির সূর্য উঠবেই: জামায়াত আমির

আপডেট সময় ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ জুলাই) ফেনীর একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখা সম্ভব নয়। ইনশাআল্লাহ, বাংলাদেশে মুক্তির সূর্য অচিরেই উদিত হবে।”

পথসভায় তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে যুবকরা রক্ত দিয়ে দেশকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, তাদের সেই ত্যাগের মূল্য আমরা যথাযথভাবে পরিশোধ করতে চাই। তাদের রক্ত যেন বারবার না দিতে হয়, সেটি নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “নতুন-পুরাতন কোনো ফ্যাসিবাদ আমরা মানি না। আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কোরআন বুকে নিয়ে লড়াই করব এবং ইনশাআল্লাহ বিজয়ী হব। সবাইকে সেই লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।”

বর্তমান সময়ে রাজনীতির নামে নানা অপকর্ম ঘটছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেসব দল এসব অপকর্ম করছে, তাদের বলছি সাবধান হোন, নিজেদের শোধরান, নইলে জনগণই আপনাদের জবাব দেবে।”

এর আগে জামায়াতের আমির কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা এবং আলেখারচর বিশ্বরোড এলাকায় আরও কয়েকটি পথসভায় বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতের প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।