০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

বাংলাদেশের জন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রযোজ্য নয়: সালাহউদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 101

ছবি সংগৃহীত

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচন চাওয়া রাজনৈতিকভাবে কারও অধিকার হলেও বাংলাদেশের বাস্তবতায় সেটি উপযুক্ত নয়। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি নিয়ে আগেও সংস্কার কমিশনে আলোচনা হয়েছে, কিন্তু কোনো ধরনের ঐকমত্য পাওয়া যায়নি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাসে এই পদ্ধতির কোনো স্থান নেই। তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেলেও আমাদের দেশের প্রেক্ষাপটে তা কার্যকর নয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোটাররা জানবেন না কে তাদের সংসদ সদস্য হবেন। এতে জনগণ নির্দিষ্টভাবে তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে যেতে পারবেন না, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। “যারা এই পদ্ধতির কথা বলছেন, তাদের উদ্দেশ্য হতে পারে নির্বাচন বিলম্বিত করা কিংবা কোনোভাবে নির্বাচন বন্ধ রাখা,” মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। ১৭ বছরের আন্দোলন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি। এই ত্যাগের লক্ষ্য ছিল একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।”

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ‘এক ব্যক্তি এক ভোট’ নীতি ও সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচন হবে। অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP) পদ্ধতি এ দেশেই প্রযোজ্য। তিনি বলেন, “পিআর পদ্ধতি আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে মানানসই নয়। কেউ রাজনৈতিকভাবে চাইতেই পারে, কিন্তু সেটি সবার ওপর চাপিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই।”

আগামী নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগে নির্বাচনের বিষয়ে একটি সম্মত প্রস্তাব এসেছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনার মাধ্যমে স্থির হয়েছে। তিনি বলেন, “যখন নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা একযোগে জাতিকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, তখনই আমরা নিশ্চিত হতে পারবো।”

 

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রযোজ্য নয়: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ১১:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচন চাওয়া রাজনৈতিকভাবে কারও অধিকার হলেও বাংলাদেশের বাস্তবতায় সেটি উপযুক্ত নয়। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি নিয়ে আগেও সংস্কার কমিশনে আলোচনা হয়েছে, কিন্তু কোনো ধরনের ঐকমত্য পাওয়া যায়নি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাসে এই পদ্ধতির কোনো স্থান নেই। তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেলেও আমাদের দেশের প্রেক্ষাপটে তা কার্যকর নয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোটাররা জানবেন না কে তাদের সংসদ সদস্য হবেন। এতে জনগণ নির্দিষ্টভাবে তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে যেতে পারবেন না, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। “যারা এই পদ্ধতির কথা বলছেন, তাদের উদ্দেশ্য হতে পারে নির্বাচন বিলম্বিত করা কিংবা কোনোভাবে নির্বাচন বন্ধ রাখা,” মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। ১৭ বছরের আন্দোলন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি। এই ত্যাগের লক্ষ্য ছিল একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।”

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ‘এক ব্যক্তি এক ভোট’ নীতি ও সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচন হবে। অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP) পদ্ধতি এ দেশেই প্রযোজ্য। তিনি বলেন, “পিআর পদ্ধতি আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে মানানসই নয়। কেউ রাজনৈতিকভাবে চাইতেই পারে, কিন্তু সেটি সবার ওপর চাপিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই।”

আগামী নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগে নির্বাচনের বিষয়ে একটি সম্মত প্রস্তাব এসেছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনার মাধ্যমে স্থির হয়েছে। তিনি বলেন, “যখন নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা একযোগে জাতিকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, তখনই আমরা নিশ্চিত হতে পারবো।”