ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির প্রাণহানি আগামীকাল এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক সন্ধ্যায় উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারাল কিশোর বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল নাটোরের বনপাড়ায় সেনা অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার।

ইউনূস-তারেক বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে: আমীর খসরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 12

ছবি সংগৃহীত

 

 

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ উপদেষ্টার বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ জুন) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। বিদেশে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। এতে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও জাতীয় সংকট উত্তরণে রূপরেখা স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, “সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। এতে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে না।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি পর্যন্ত একটি দীর্ঘ সময় রয়েছে। এর মধ্যে বিচারপ্রক্রিয়া চলমান থাকবে এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন মাত্রা পাবে।”

বিএনপি নেতার ভাষায়, “দল গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। গত দুই দশকে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “অচিরেই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। এই লক্ষ্যেই বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনের বৈঠকে জাতীয় রাজনীতির দিকনির্দেশনা, সাংগঠনিক পুনর্গঠন, এবং বিদেশে দলীয় সম্পর্ক জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠককে বিএনপি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে।

নিউজটি শেয়ার করুন

ইউনূস-তারেক বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে: আমীর খসরু

আপডেট সময় ০২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

 

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ উপদেষ্টার বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ জুন) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। বিদেশে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। এতে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও জাতীয় সংকট উত্তরণে রূপরেখা স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, “সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। এতে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে না।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি পর্যন্ত একটি দীর্ঘ সময় রয়েছে। এর মধ্যে বিচারপ্রক্রিয়া চলমান থাকবে এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন মাত্রা পাবে।”

বিএনপি নেতার ভাষায়, “দল গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। গত দুই দশকে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “অচিরেই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। এই লক্ষ্যেই বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনের বৈঠকে জাতীয় রাজনীতির দিকনির্দেশনা, সাংগঠনিক পুনর্গঠন, এবং বিদেশে দলীয় সম্পর্ক জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠককে বিএনপি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে।