মানুষ বিএনপিকে ভুলভাবে চিনেছে: গয়েশ্বর চন্দ্র রায়

- আপডেট সময় ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 15
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জাপানে বসে যেভাবে প্রধান উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাতে মনে হচ্ছে মানুষ বিএনপিকে ভুলভাবে চিনেছে।”
শনিবার (৩১ মে) সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রদর্শনীটি ছিল সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজন।
গয়েশ্বর রায় বলেন, “ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই বিজয়ের সুফল কিছু মানুষ নিজেদের সুবিধার্থে ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতেই হবে।”
জিয়াউর রহমানের নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “তিনি ছিলেন প্রচারবিমুখ, অথচ তাঁর কাজই তাঁকে প্রচারের কেন্দ্রে নিয়ে আসতো। স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সবসময় জনগণের পাশে থেকেছেন।”
বিএনপির এই নেতা আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি। তিনি কখনো নিজের স্বার্থে কিছু করেননি, করেছেন জাতির কল্যাণের জন্য। আজ অনেকের মুখে জিয়ার আদর্শের কথা শোনা যায়, কিন্তু তাঁদের অন্তরে সেই আদর্শ নেই। জিয়ার আদর্শ শুধু মুখে থাকলে চলবে না, তা ধারণ করতে হবে অন্তরে।”
স্মৃতিচারণ করতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “তার সম্পর্কে বহু স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। তবে একটি কথা নিশ্চয়ই বলা যায় জিয়া মানেই জাতীয়তাবাদ, জিয়া মানেই দেশপ্রেম, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রতিটি পদক্ষেপেই ছিল জাতির স্বার্থ।”
তিনি আরও বলেন, “যদি জাতি জিয়ার আদর্শকে সত্যিকার অর্থে বুঝে ও গ্রহণ করে, তাহলে আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা, যার চিন্তা-চেতনা আজও আমাদের পথ দেখায়।”
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিল্পকর্মের মধ্য দিয়ে জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয় প্রদর্শনীতে।