জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধে সরব দাবি ‘জুলাই ঐক্য’র

- আপডেট সময় ০৪:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৪ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। সংগঠনটি দাবি করেছে, বিগত সাড়ে ১৫ বছরের ‘দুঃশাসনের’ প্রধান সহযাত্রী ছিল এসব রাজনৈতিক শক্তি। তারা কেউই দায় এড়াতে পারে না।
সংগঠনের নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এ দায় শুধু আওয়ামী লীগের নয়, তাদের সহযাত্রী রাজনৈতিক শক্তিগুলোরও রয়েছে—যেমন ১৪ দল এবং জাতীয় পার্টি।”
‘জুলাই ঐক্য’ তাদের বক্তব্যে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানায়। একইসাথে, আওয়ামী লীগের সহযোগী শক্তিগুলোরও রাজনৈতিক নিবন্ধন বাতিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, দেশের জনগণ আজ একটি নিরপেক্ষ ও জনগণের সরকার চায়। তাই যারা এই দীর্ঘ মেয়াদি দুঃশাসনকে টিকিয়ে রেখেছে, তাদের আর রাজনৈতিক প্রক্রিয়ায় থাকার সুযোগ দেয়া যাবে না।
এ সময় ‘জুলাই ঐক্য’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তাদের ঘোষণাপত্র বাস্তবায়নের আহ্বান জানায়। নেতারা বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হয়, তাহলে তারা গণআন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনে ‘জুলাই ঐক্য’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশে সুশাসন, মানবাধিকার ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ গড়তে হলে দুঃশাসনের মদদদাতাদের রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করা জরুরি।
সংগঠনটি আরও জানায়, তারা সারা দেশে জনমত তৈরির লক্ষ্যে প্রচারাভিযান চালাবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করবে।