নতুন সংবিধান ছাড়া নববাংলার ভিত্তি সম্ভব নয়: নাহিদ ইসলাম

- আপডেট সময় ০৬:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 9
নতুন সংবিধান প্রণয়ন ছাড়া ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার প্রয়োজন নেই এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘নাগরিক উদ্যোগ’, ‘নাগরিক কোয়ালিশন’ ও ‘সংবিধান সংস্কারে নাগরিক জোট’ যৌথভাবে এই সভার আয়োজন করে, যেখানে সংবিধান সংস্কারের সাত দফা প্রস্তাব উত্থাপন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের সংবিধান অতীতে মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। জনগণের আস্থা ফেরাতে এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্ক মজবুত করতে একটি নতুন সংবিধান অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মূল বিষয়ের উপর ঐক্যমত না হয়ে তুচ্ছ বিষয় নিয়ে ঐক্যমত তৈরি ফলপ্রসূ হবে না।”
আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এখন প্রয়োজন একটি সুস্পষ্ট বিচারিক রোডম্যাপ উপস্থাপন, যাতে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়।”
নির্বাচন নিয়ে দ্বন্দ্ব নিরসনের উপায় হিসেবে তিনি বলেন, “যদি সংস্কার নিয়ে জাতীয় ঐক্য গড়ে ওঠে, তবে নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আশা করি, আমরা শিগগিরই সমঝোতার মাধ্যমে অগ্রসর হতে পারব।”
আলোচনায় আরও উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
এই সভার মাধ্যমে সংবিধান সংস্কার এবং একটি নতুন সমাজব্যবস্থা গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব পুনরায় আলোচনায় উঠে আসে।