১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 59

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি লেখেন, “৭১–এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। পাকিস্তান এ দেশে নির্মম গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ক্ষমা না চাওয়া এবং নানা ব্যাখ্যায় গণহত্যাকে হালকা করে দেখানোর চেষ্টা বন্ধ করতে হবে। যারা জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে ষড়যন্ত্র করছে, তাদের কার্যক্রমও বন্ধ করতে হবে। সাফ দিলে রাজনীতিতে আসতে হবে।” মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থার কোনো স্থান নেই।”

তার স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি মুজিববাদী বামপন্থীদের কঠোর সমালোচনা করে বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগ সরকারের গুম, খুন এবং ২০১৩ সালের মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় এদের মস্তিষ্কের ভূমিকা ছিল। এরা থার্টি সিক্সথ ডিভিশন অর্থাৎ সবচেয়ে নিচু মানের দালাল। জুলাইয়ের সময়েও এরা নিকৃষ্ট ভূমিকা পালন করেছে, আজও বহাল তবিয়তে চলছে।”

তিনি আরও বলেন, “মুজিববাদী বামরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি সবসময়ই জুলাইয়ের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বসে তারা এখনো একই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের এই অপচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। লীগ ও তাদের দোসরদের শিগগিরই পরাজিত হতে হবে।”

ফেসবুক পোস্টে মাহফুজ আলম রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, “অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। নিজেদের শক্তিতে টিকে থাকতে হবে।”

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুদ্ধাপরাধ, পাকিস্তানপন্থা এবং মুজিববাদী বাম রাজনীতি নিয়ে।

তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন অতীতের অপরাধের বিচার ও ক্ষমা প্রার্থনার প্রশ্ন তুলেছেন, তেমনি ভবিষ্যতের রাজনীতিতে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি লেখেন, “৭১–এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। পাকিস্তান এ দেশে নির্মম গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ক্ষমা না চাওয়া এবং নানা ব্যাখ্যায় গণহত্যাকে হালকা করে দেখানোর চেষ্টা বন্ধ করতে হবে। যারা জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে ষড়যন্ত্র করছে, তাদের কার্যক্রমও বন্ধ করতে হবে। সাফ দিলে রাজনীতিতে আসতে হবে।” মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থার কোনো স্থান নেই।”

তার স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি মুজিববাদী বামপন্থীদের কঠোর সমালোচনা করে বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগ সরকারের গুম, খুন এবং ২০১৩ সালের মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় এদের মস্তিষ্কের ভূমিকা ছিল। এরা থার্টি সিক্সথ ডিভিশন অর্থাৎ সবচেয়ে নিচু মানের দালাল। জুলাইয়ের সময়েও এরা নিকৃষ্ট ভূমিকা পালন করেছে, আজও বহাল তবিয়তে চলছে।”

তিনি আরও বলেন, “মুজিববাদী বামরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি সবসময়ই জুলাইয়ের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বসে তারা এখনো একই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের এই অপচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। লীগ ও তাদের দোসরদের শিগগিরই পরাজিত হতে হবে।”

ফেসবুক পোস্টে মাহফুজ আলম রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, “অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। নিজেদের শক্তিতে টিকে থাকতে হবে।”

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুদ্ধাপরাধ, পাকিস্তানপন্থা এবং মুজিববাদী বাম রাজনীতি নিয়ে।

তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন অতীতের অপরাধের বিচার ও ক্ষমা প্রার্থনার প্রশ্ন তুলেছেন, তেমনি ভবিষ্যতের রাজনীতিতে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।