ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 17

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, “৭১–এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। পাকিস্তান এ দেশে নির্মম গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ক্ষমা না চাওয়া এবং নানা ব্যাখ্যায় গণহত্যাকে হালকা করে দেখানোর চেষ্টা বন্ধ করতে হবে। যারা জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে ষড়যন্ত্র করছে, তাদের কার্যক্রমও বন্ধ করতে হবে। সাফ দিলে রাজনীতিতে আসতে হবে।” মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থার কোনো স্থান নেই।”

তার স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি মুজিববাদী বামপন্থীদের কঠোর সমালোচনা করে বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগ সরকারের গুম, খুন এবং ২০১৩ সালের মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় এদের মস্তিষ্কের ভূমিকা ছিল। এরা থার্টি সিক্সথ ডিভিশন অর্থাৎ সবচেয়ে নিচু মানের দালাল। জুলাইয়ের সময়েও এরা নিকৃষ্ট ভূমিকা পালন করেছে, আজও বহাল তবিয়তে চলছে।”

তিনি আরও বলেন, “মুজিববাদী বামরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি সবসময়ই জুলাইয়ের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বসে তারা এখনো একই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের এই অপচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। লীগ ও তাদের দোসরদের শিগগিরই পরাজিত হতে হবে।”

ফেসবুক পোস্টে মাহফুজ আলম রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, “অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। নিজেদের শক্তিতে টিকে থাকতে হবে।”

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুদ্ধাপরাধ, পাকিস্তানপন্থা এবং মুজিববাদী বাম রাজনীতি নিয়ে।

তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন অতীতের অপরাধের বিচার ও ক্ষমা প্রার্থনার প্রশ্ন তুলেছেন, তেমনি ভবিষ্যতের রাজনীতিতে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, “৭১–এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। পাকিস্তান এ দেশে নির্মম গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ক্ষমা না চাওয়া এবং নানা ব্যাখ্যায় গণহত্যাকে হালকা করে দেখানোর চেষ্টা বন্ধ করতে হবে। যারা জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে ষড়যন্ত্র করছে, তাদের কার্যক্রমও বন্ধ করতে হবে। সাফ দিলে রাজনীতিতে আসতে হবে।” মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থার কোনো স্থান নেই।”

তার স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি মুজিববাদী বামপন্থীদের কঠোর সমালোচনা করে বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগ সরকারের গুম, খুন এবং ২০১৩ সালের মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় এদের মস্তিষ্কের ভূমিকা ছিল। এরা থার্টি সিক্সথ ডিভিশন অর্থাৎ সবচেয়ে নিচু মানের দালাল। জুলাইয়ের সময়েও এরা নিকৃষ্ট ভূমিকা পালন করেছে, আজও বহাল তবিয়তে চলছে।”

তিনি আরও বলেন, “মুজিববাদী বামরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি সবসময়ই জুলাইয়ের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বসে তারা এখনো একই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের এই অপচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। লীগ ও তাদের দোসরদের শিগগিরই পরাজিত হতে হবে।”

ফেসবুক পোস্টে মাহফুজ আলম রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, “অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। নিজেদের শক্তিতে টিকে থাকতে হবে।”

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুদ্ধাপরাধ, পাকিস্তানপন্থা এবং মুজিববাদী বাম রাজনীতি নিয়ে।

তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন অতীতের অপরাধের বিচার ও ক্ষমা প্রার্থনার প্রশ্ন তুলেছেন, তেমনি ভবিষ্যতের রাজনীতিতে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।