১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু সব নেতা খারাপ নন: চিন্তাবিদ ফরহাদ মজহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 69

ছবি সংগৃহীত

 

বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক ফরহাদ মজহার বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে দলের সব সদস্য খারাপ এ কথা বলা যাবে না। গতকাল শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে দলটি নিয়ে ভুল বোঝাবুঝি ও রাজনৈতিক সংকটের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত। যদিও আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা সম্ভব, তবে সেটা হতে হবে জনগণের অভিপ্রায় অনুযায়ী।

বিজ্ঞাপন

ফরহাদ মজহার বলেন, জনগণের অভিপ্রায় স্পষ্টভাবে শনাক্ত করে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, জনগণের অধিকার আদায়ের জন্য আবু সাঈদ ও মুগ্ধর মতো তরুণেরা জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতে, সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার পূর্বে সরকারের উচিত ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মতামত সংগ্রহ করা।

তিনি আরও বলেন, “ঢাকায় বসে সংস্কার কমিশনের মাধ্যমে গঠনতন্ত্র ঠিক করা সঠিক পদ্ধতি নয়। বিদ্যমান আইনের স্বীকৃতি না দিয়েই কিন্তু জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়েছিল। আইন উৎখাত করে নতুন আইনের অভিপ্রায় থাকলে আগে জনগণের অভিপ্রায়কে মূল্যায়ন করতে হবে।”

ফরহাদ মজহার উল্লেখ করেন, জুলাই আন্দোলন বিএনপি, জামায়াত ও ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হলেও, এটি কোনো নির্দিষ্ট দলের আন্দোলন ছিল না। এটি ছিল ছাত্র-জনতার সংগ্রাম, যার নেতৃত্বে ছিলেন সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিনা ভোটের সরকার’ বলা যাবে না। এই সরকার জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত।

ফরহাদ মজহারের মতে, গঠনতন্ত্র ঠিক না করে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। তার দৃষ্টিতে আগে প্রয়োজন একটি গণপরিষদ সরকারের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান প্রণয়ন।

মতবিনিময় সভায় বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রেজাউল হাসান রানু, সদস্যসচিব সবুর শাহ, যুগ্ম আহ্বায়ক রাহাত রিটু, আবুল কালাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, টি এম মামুন, ফেরদৌসুর রহমান, সুমন সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সভায় রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু সব নেতা খারাপ নন: চিন্তাবিদ ফরহাদ মজহার

আপডেট সময় ১২:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক ফরহাদ মজহার বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে দলের সব সদস্য খারাপ এ কথা বলা যাবে না। গতকাল শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে দলটি নিয়ে ভুল বোঝাবুঝি ও রাজনৈতিক সংকটের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত। যদিও আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা সম্ভব, তবে সেটা হতে হবে জনগণের অভিপ্রায় অনুযায়ী।

বিজ্ঞাপন

ফরহাদ মজহার বলেন, জনগণের অভিপ্রায় স্পষ্টভাবে শনাক্ত করে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, জনগণের অধিকার আদায়ের জন্য আবু সাঈদ ও মুগ্ধর মতো তরুণেরা জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতে, সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার পূর্বে সরকারের উচিত ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মতামত সংগ্রহ করা।

তিনি আরও বলেন, “ঢাকায় বসে সংস্কার কমিশনের মাধ্যমে গঠনতন্ত্র ঠিক করা সঠিক পদ্ধতি নয়। বিদ্যমান আইনের স্বীকৃতি না দিয়েই কিন্তু জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়েছিল। আইন উৎখাত করে নতুন আইনের অভিপ্রায় থাকলে আগে জনগণের অভিপ্রায়কে মূল্যায়ন করতে হবে।”

ফরহাদ মজহার উল্লেখ করেন, জুলাই আন্দোলন বিএনপি, জামায়াত ও ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হলেও, এটি কোনো নির্দিষ্ট দলের আন্দোলন ছিল না। এটি ছিল ছাত্র-জনতার সংগ্রাম, যার নেতৃত্বে ছিলেন সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিনা ভোটের সরকার’ বলা যাবে না। এই সরকার জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত।

ফরহাদ মজহারের মতে, গঠনতন্ত্র ঠিক না করে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। তার দৃষ্টিতে আগে প্রয়োজন একটি গণপরিষদ সরকারের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান প্রণয়ন।

মতবিনিময় সভায় বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রেজাউল হাসান রানু, সদস্যসচিব সবুর শাহ, যুগ্ম আহ্বায়ক রাহাত রিটু, আবুল কালাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, টি এম মামুন, ফেরদৌসুর রহমান, সুমন সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সভায় রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা গুরুত্ব পায়।