ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে প্লাস্টিকের রাসায়নিক ডিইএইচপি বৈধ পথে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় দেশের রিজার্ভে স্বস্তি আরব আমিরাতে শ্রমিক ভিসা পুনরায় চালুর আহ্বান বাণিজ্য উপদেষ্টার মিরাজের ব্যাটিং- বোলিং নৈপুণ্যে ইনিংস ব্যবধানে টাইগারদের দাপুটে জয়, সিরিজ শেষ সমতায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ১০ সন্ত্রাসী, উত্তপ্ত চোতির এলাকা ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা, পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীর হামলা নিয়ে ভারত-পাকিস্তানের সাথে ২৪ ঘণ্টার মধ্যে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র জুলাই গণহত্যা: আ.লীগের দৃশ্যমান বিচার দাবি জোনায়েদ সাকির

দেশের উন্নয়নে কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সবাই অবদান রাখছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবং পৃথিবীতে নানা হানাহানি ও বিভেদ থাকলেও আশার আলো নিভে যায় না। আমাদের দেশের মানুষ আশাবাদী, তারা ভালো কিছু অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা জয় করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের ভবিষ্যতের শপথ।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার অংশ আবৃত্তি করে মির্জা ফখরুল বলেন, “আমরা পাখা বন্ধ করব না, আমরা উড়তে থাকব, যেন তীরে গিয়ে উঠতে পারি। এভাবেই সাহস ও দৃঢ়তার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব। তাদের মাঝে সাহস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাদের চোখে স্বপ্ন দেখাতে হবে, যেন তারা একটি ভালো বাংলাদেশ গড়তে পারে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মির্জা ফখরুলের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দিনশেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

এই আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যস্ততার বাইরে এসে একজন জননেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশের উন্নয়নে কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সবাই অবদান রাখছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবং পৃথিবীতে নানা হানাহানি ও বিভেদ থাকলেও আশার আলো নিভে যায় না। আমাদের দেশের মানুষ আশাবাদী, তারা ভালো কিছু অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা জয় করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের ভবিষ্যতের শপথ।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার অংশ আবৃত্তি করে মির্জা ফখরুল বলেন, “আমরা পাখা বন্ধ করব না, আমরা উড়তে থাকব, যেন তীরে গিয়ে উঠতে পারি। এভাবেই সাহস ও দৃঢ়তার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব। তাদের মাঝে সাহস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাদের চোখে স্বপ্ন দেখাতে হবে, যেন তারা একটি ভালো বাংলাদেশ গড়তে পারে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মির্জা ফখরুলের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দিনশেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

এই আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যস্ততার বাইরে এসে একজন জননেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিলেন।