০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

দেশের উন্নয়নে কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সবাই অবদান রাখছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবং পৃথিবীতে নানা হানাহানি ও বিভেদ থাকলেও আশার আলো নিভে যায় না। আমাদের দেশের মানুষ আশাবাদী, তারা ভালো কিছু অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা জয় করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের ভবিষ্যতের শপথ।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার অংশ আবৃত্তি করে মির্জা ফখরুল বলেন, “আমরা পাখা বন্ধ করব না, আমরা উড়তে থাকব, যেন তীরে গিয়ে উঠতে পারি। এভাবেই সাহস ও দৃঢ়তার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব। তাদের মাঝে সাহস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাদের চোখে স্বপ্ন দেখাতে হবে, যেন তারা একটি ভালো বাংলাদেশ গড়তে পারে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মির্জা ফখরুলের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দিনশেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

এই আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যস্ততার বাইরে এসে একজন জননেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশের উন্নয়নে কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সবাই অবদান রাখছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবং পৃথিবীতে নানা হানাহানি ও বিভেদ থাকলেও আশার আলো নিভে যায় না। আমাদের দেশের মানুষ আশাবাদী, তারা ভালো কিছু অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের সবাইকে মিলে এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা জয় করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের ভবিষ্যতের শপথ।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার অংশ আবৃত্তি করে মির্জা ফখরুল বলেন, “আমরা পাখা বন্ধ করব না, আমরা উড়তে থাকব, যেন তীরে গিয়ে উঠতে পারি। এভাবেই সাহস ও দৃঢ়তার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব। তাদের মাঝে সাহস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাদের চোখে স্বপ্ন দেখাতে হবে, যেন তারা একটি ভালো বাংলাদেশ গড়তে পারে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মির্জা ফখরুলের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দিনশেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

এই আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যস্ততার বাইরে এসে একজন জননেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিলেন।