ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘ক্ষমতার জন্য নয়, মানবতার জন্য লড়ছি’: জামায়াতে ইসলামীর আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সরকারে গেলাম কি না, সেটি বড় কথা নয়। আমরা প্রেসিডেন্ট, মন্ত্রী বা চেয়ারম্যান হওয়ার জন্য সংগ্রাম করছি না। আমাদের সংগ্রাম দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য। আমরা লড়ছি চাঁদাবাজি, অসততা, দখলদারি ও দুঃশাসনের বিরুদ্ধে। কোরআনের আলোকে একটি দরদি সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। এটি ক্ষমতার লড়াই নয়, মানবতার লড়াই।”

আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামী দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে এ সভার আয়োজন করে।

দেশের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ হলেও জনসংখ্যা বিপুল। এখনো সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। অতীতে অনেকে জনগণের আমানত রক্ষা করেছেন, আবার অনেকে ব্যর্থ হয়েছেন। যখন আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকে না, তখনই সমাজে অনৈতিকতার বিস্তার ঘটে। আমরা ক্ষমতার লোভে নয়, আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। আল্লাহ চাইলে জনগণের ভালোবাসায় দায়িত্ব পেতে পারি, তবে সেটাকে আমানত মনে করে পালন করবো।”

দেশে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিতের পাশাপাশি কোরআনের আইনের গুরুত্বও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, “বাংলাদেশে মুসলমান সংখ্যা বেশি। তাই কোরআনের আইন চালু হলে মুসলিমসহ সব ধর্মের মানুষই শান্তিতে বাস করতে পারবে। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং মানবতার শান্তির জন্য এসেছে। প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে।”

নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়েও তিনি বলেন, “আমরা চাই কর্মক্ষেত্রে নারীরা যোগ্যতা অনুযায়ী কাজ করুক। বর্তমানে নারীদের সম্মান ও নিরাপত্তার অভাব রয়েছে, যা কোরআনের আদর্শ অনুযায়ী প্রতিষ্ঠা করা সম্ভব। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ফিরবে।”

বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের আমির তার জন্মস্থান কুলাউড়া পৌরসভায় অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। পরে জুড়ী উপজেলার জাঙ্গিরাই চত্বরে বেলা দুইটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আবদুল হাই হেলাল এবং পরিচালনা করেন জেলা নায়েবে আমির মাওলানা আবদুর রহমান। সভায় বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম এবং মৌলভীবাজার-১ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

উল্লেখ্য, শফিকুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

‘ক্ষমতার জন্য নয়, মানবতার জন্য লড়ছি’: জামায়াতে ইসলামীর আমির

আপডেট সময় ০৮:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সরকারে গেলাম কি না, সেটি বড় কথা নয়। আমরা প্রেসিডেন্ট, মন্ত্রী বা চেয়ারম্যান হওয়ার জন্য সংগ্রাম করছি না। আমাদের সংগ্রাম দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য। আমরা লড়ছি চাঁদাবাজি, অসততা, দখলদারি ও দুঃশাসনের বিরুদ্ধে। কোরআনের আলোকে একটি দরদি সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। এটি ক্ষমতার লড়াই নয়, মানবতার লড়াই।”

আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামী দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে এ সভার আয়োজন করে।

দেশের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ হলেও জনসংখ্যা বিপুল। এখনো সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। অতীতে অনেকে জনগণের আমানত রক্ষা করেছেন, আবার অনেকে ব্যর্থ হয়েছেন। যখন আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকে না, তখনই সমাজে অনৈতিকতার বিস্তার ঘটে। আমরা ক্ষমতার লোভে নয়, আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। আল্লাহ চাইলে জনগণের ভালোবাসায় দায়িত্ব পেতে পারি, তবে সেটাকে আমানত মনে করে পালন করবো।”

দেশে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিতের পাশাপাশি কোরআনের আইনের গুরুত্বও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, “বাংলাদেশে মুসলমান সংখ্যা বেশি। তাই কোরআনের আইন চালু হলে মুসলিমসহ সব ধর্মের মানুষই শান্তিতে বাস করতে পারবে। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং মানবতার শান্তির জন্য এসেছে। প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে।”

নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়েও তিনি বলেন, “আমরা চাই কর্মক্ষেত্রে নারীরা যোগ্যতা অনুযায়ী কাজ করুক। বর্তমানে নারীদের সম্মান ও নিরাপত্তার অভাব রয়েছে, যা কোরআনের আদর্শ অনুযায়ী প্রতিষ্ঠা করা সম্ভব। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ফিরবে।”

বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের আমির তার জন্মস্থান কুলাউড়া পৌরসভায় অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। পরে জুড়ী উপজেলার জাঙ্গিরাই চত্বরে বেলা দুইটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আবদুল হাই হেলাল এবং পরিচালনা করেন জেলা নায়েবে আমির মাওলানা আবদুর রহমান। সভায় বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম এবং মৌলভীবাজার-১ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

উল্লেখ্য, শফিকুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।