ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠক বসছে জামায়াত

- আপডেট সময় ১১:৪৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময়ে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবে জামায়াত।
এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত আকারে বেশ কিছু প্রস্তাবনা জমা দেয়। প্রস্তাবনায় তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর পাশাপাশি দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনের দাবি জানায়। সেই সঙ্গে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত তুলে ধরে দলটি।
সংলাপের সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্দিষ্ট কোনো সময় নয়, বরং একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যতটুকু সময় প্রয়োজন, তা সরকারকে দিতে প্রস্তুত রয়েছে দলটি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সবধরনের সহযোগিতা করতে আগ্রহী বলেও জানানো হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে এবং জনগণের আস্থা অর্জনে নির্বাচন পদ্ধতি ও সাংবিধানিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই তারা আজকের বৈঠকে অংশ নিচ্ছে।
আজকের মতবিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে দলটির প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে, জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত এবং কমিশনের সঙ্গে চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে।