০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

ডিসেম্বরে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি: নজরুল ইসলাম খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 135

ছবি: সংগৃহীত

 

ডিসেম্বর মাসকে সামনে রেখে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় ভোটগ্রহণে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছে না।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বছরের শেষভাগে নির্বাচন আয়োজন নিয়ে কারো আপত্তি থাকলে তারাই ব্যাখ্যা দিক—ডিসেম্বরে ভোটগ্রহণে কী সমস্যা?” তিনি আরও বলেন, “বিএনপি এ সময়ে কোনো জটিলতা বা বাধা দেখছে না। বরং নির্বাচন আয়োজনের জন্য এটি একটি উপযুক্ত সময়।”

নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, “যদি চলতি বছরের মাঝামাঝি নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন তাদের দায়িত্ব পালন সম্পন্ন করতে পারে, তবে ডিসেম্বরেই নির্বাচন হওয়াটা সমস্যা কোথায়?”

সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, “এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। তবে বিএনপি চায়, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক।”

এ সময় প্রশাসনে বিএনপির লোক বসানোর বিষয়ে এনসিপির অভিযোগের প্রেক্ষিতে নজরুল ইসলাম খান পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, “যারা এই অভিযোগ করছেন, তারা তো নিজেরাই সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে কি তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন?”

তিনি দাবি করেন, বাস্তবে বিএনপিকে বরং প্রশাসন থেকে বঞ্চিত করা হয়েছে এবং দলটির অংশগ্রহণ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা প্রশ্নবিদ্ধ হবে।

এদিকে বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “জনগণ ও রাজনৈতিক মহলের প্রত্যাশা অনুযায়ী, ড. ইউনূস নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন বলে আমরা আশাবাদী।”

রাজনৈতিক অঙ্গনে নির্ধারিত সময়েই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। ডিসেম্বরের নির্বাচন ঘিরে বিএনপি ও শরিক দলগুলোর এমন অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেট সময় ০১:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

ডিসেম্বর মাসকে সামনে রেখে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় ভোটগ্রহণে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছে না।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বছরের শেষভাগে নির্বাচন আয়োজন নিয়ে কারো আপত্তি থাকলে তারাই ব্যাখ্যা দিক—ডিসেম্বরে ভোটগ্রহণে কী সমস্যা?” তিনি আরও বলেন, “বিএনপি এ সময়ে কোনো জটিলতা বা বাধা দেখছে না। বরং নির্বাচন আয়োজনের জন্য এটি একটি উপযুক্ত সময়।”

নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, “যদি চলতি বছরের মাঝামাঝি নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন তাদের দায়িত্ব পালন সম্পন্ন করতে পারে, তবে ডিসেম্বরেই নির্বাচন হওয়াটা সমস্যা কোথায়?”

সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, “এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। তবে বিএনপি চায়, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক।”

এ সময় প্রশাসনে বিএনপির লোক বসানোর বিষয়ে এনসিপির অভিযোগের প্রেক্ষিতে নজরুল ইসলাম খান পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, “যারা এই অভিযোগ করছেন, তারা তো নিজেরাই সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে কি তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন?”

তিনি দাবি করেন, বাস্তবে বিএনপিকে বরং প্রশাসন থেকে বঞ্চিত করা হয়েছে এবং দলটির অংশগ্রহণ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা প্রশ্নবিদ্ধ হবে।

এদিকে বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “জনগণ ও রাজনৈতিক মহলের প্রত্যাশা অনুযায়ী, ড. ইউনূস নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন বলে আমরা আশাবাদী।”

রাজনৈতিক অঙ্গনে নির্ধারিত সময়েই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। ডিসেম্বরের নির্বাচন ঘিরে বিএনপি ও শরিক দলগুলোর এমন অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।