০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ভাঙ্গাকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই: শহিদুল ইসলাম বাবুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 84

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের ভালোবাসা আর সমর্থন পেলে ভাঙ্গাকে বিএনপির অপ্রতিরোধ্য ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেছি। মিছিল করেছি, সভা করেছি, হামলার শিকার হয়েছি, রক্ত দিয়েছি। আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। কিন্তু আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমি কখনো পিছপা হইনি।”

শহিদুল ইসলাম বাবুল বলেন, “ভাঙ্গার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বিপদে-আপদে, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। আমি জনগণের প্রতিনিধি হয়ে আপনাদের অধিকার আদায়ের লড়াই করব।”

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি লাইন উল্লেখ করে তিনি বলেন, “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ” এই গান আমার জীবনের প্রতিচ্ছবি। আমি প্রাণ দিয়ে আপনাদের পাশে থাকতে চাই।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে। আমরা ক্ষমতায় এলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গাকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।”

এ পথসভায় আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না।

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের উপস্থিতি এবং সাধারণ মানুষের আগ্রহে সভাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয় জনগণ শহিদুল ইসলাম বাবুলের বক্তব্যে উজ্জীবিত হয়ে আগামীর আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গাকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই: শহিদুল ইসলাম বাবুল

আপডেট সময় ১১:২৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের ভালোবাসা আর সমর্থন পেলে ভাঙ্গাকে বিএনপির অপ্রতিরোধ্য ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেছি। মিছিল করেছি, সভা করেছি, হামলার শিকার হয়েছি, রক্ত দিয়েছি। আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। কিন্তু আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমি কখনো পিছপা হইনি।”

শহিদুল ইসলাম বাবুল বলেন, “ভাঙ্গার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বিপদে-আপদে, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। আমি জনগণের প্রতিনিধি হয়ে আপনাদের অধিকার আদায়ের লড়াই করব।”

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি লাইন উল্লেখ করে তিনি বলেন, “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ” এই গান আমার জীবনের প্রতিচ্ছবি। আমি প্রাণ দিয়ে আপনাদের পাশে থাকতে চাই।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে। আমরা ক্ষমতায় এলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গাকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।”

এ পথসভায় আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না।

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের উপস্থিতি এবং সাধারণ মানুষের আগ্রহে সভাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয় জনগণ শহিদুল ইসলাম বাবুলের বক্তব্যে উজ্জীবিত হয়ে আগামীর আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।