সংস্কার ও ন্যায়বিচার ছাড়া ক্ষমতায় যাওয়া চলবে না: নাহিদ ইসলাম
স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চক্রান্ত জনগণ মেনে নেবে না। এনসিপি এমন অপচেষ্টা রুখে দেবে।
তিনি বলেন, “আমরা আর রক্ত চাই না। আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে জনগণের ইচ্ছাই হবে মূল চালিকাশক্তি।”
নাহিদ ইসলাম মনে করেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলন একই সুত্রে গাঁথা। তার ভাষায়, “একাত্তরে আমরা যা চেয়েছিলাম, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। ২০২৪-এ সেই অসমাপ্ত মুক্তির লড়াই চলছে। যারা এই দুই সময়ের চেতনাকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।”
তিনি আরও অভিযোগ করেন, পুরনো ও অচল সংবিধানকে জোর করে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। একইসঙ্গে একটি চক্র আবারও ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের নামে প্রহসন মেনে নেওয়া হবে না। সংস্কার ও জবাবদিহিতার নিশ্চয়তা ছাড়া কোনো নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের প্রতিনিধি হতে পারে না। আমরা জনগণের শক্তির উপর আস্থা রাখি এবং প্রতিহত করতে জানি।”
এনসিপি’র আহ্বায়ক দৃঢ় কণ্ঠে জানান, বিনা সংস্কারে নির্বাচনের কোনো সুযোগ নেই। জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।
স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে তার এই বার্তা ছিল এক ধরনের হুঁশিয়ারি, আবার জনগণের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের ঘোষণাও।